৩৭ কোটি টাকার হীরেখচিত মুকুট! এক বছর ধরে রাণীর জীবনযাপন করবেন ‘মিস ইউনিভার্স’ হারনাজ

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ দুই দশক পর বিশ্বজয় করল ভারত। পঞ্জাব কন‍্যে হারনাজ সন্ধুর (harnaaz sandhu) মাথায় উঠেছে মিস ইউনিভার্সের (miss universe) মুকুট। ৭০ তম মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় সেরা সুন্দরীর তকমা পেলেন তিনি। ২১ বছর পর হারনাজের হাত ধরে এই সম্মান এল ভারতে। এর আগে ২০০০ সালে লারা দত্ত মিস ইউনিভার্স হয়েছিলেন তিনি। উৎসবের আবহ গোটা দেশ জুড়ে।

ইসরায়েলের এইলাটে অনুষ্ঠিত ৭০ তম মিস ইউনিভার্স ২০২১ প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন তিনি। সসম্মানে খেতাব আনলেন ঘরে। প‍্যারাগুয়ে ও দক্ষিণ আফ্রিকার প্রতিযোগীকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিলেন হারনাজ। তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন গত বারের মিস ইউনিভার্স মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা।

IMG 20211213 144412
মিস ইউনিভার্স হয়ে হারনাজ এখন যাকে বলে সপ্তম স্বর্গে! ডানা মেলে ওড়ার অবশ‍্য কারণও আছে। কারণ আগামী এক বছর ধরে কার্যত রাণীর হালে থাকবেন হারনাজ। পাবেন একাধিক ব‍্যক্তিগত সুযোগ সুবিধা। তাও আবার সম্পূর্ণ বিনামূল‍্যে!

স‌ংবাদ মাধ‍্যম সূত্রে জানা যাচ্ছে, হারনাজ এখন মিস ইউনিভার্স সংস্থার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর। যে সুদৃশ‍্য মুকুট তাঁর মাথায় উঠেছে তার দাম ৫০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ৩৭ কোটি টাকা। ১ কেজি ওজনের এই মুকুটে খোদাই করা রয়েছে ১ হাজার ৭২৫ টি হীরে। এই প্রথম কোনো প্রতিযোগীর জন‍্য এত দামি মুকুট তৈরি হল। তাও আবার পেলেন ভারতের হারনাজ!

2021 12largeimg 147665055
এই এক বছর ধরে গোটা পৃথিবীর যে কোনো প্রান্ত ঘুরতে পারবেন হারনাজ। তবে মিস ইউনিভার্স প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচীতেও অংশ নিতে হবে তাঁকে। কোনো হলিউড বা বলিউড তারকার থেকে এখন কম নন হারনাজ। তাঁর পোশাক আশাক থেকে ত্বক পরিচর্যা সমস্ত কিছু নজরে রাখবেন বিশেষজ্ঞরা।

হারনাজের সঙ্গে থাকবে ব‍্যক্তিগত মেকআপ আর্টিস্টও। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এসেছে কিছু দায়িত্বও। কিছু শিকল জুড়ে গিয়েছে হারনাজের পায়ে। এখন থেকে এক বছর নিজের মন মতো কাজকর্মও করতে পারবেন না তিনি। কখন কোথায় কী বলবেন, কী করবেন হারনাজ সেসবই ঠিক করে দেওয়া থাকবে আগেভাগেই। তিনি এখন মিস ইউনিভার্স যে!

Niranjana Nag

সম্পর্কিত খবর