৪৮ ঘন্টায় দাঁত কাঁপানো শীত দক্ষিণবঙ্গে! বৃষ্টি হবে কোন কোন জেলায়? আবহাওয়ার বড় খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: শীতের (Winter) আমেজ ফিকে হওয়ায় মন খারাপ দক্ষিণবঙ্গবাসীর। তবে আর খুব একটা অপেক্ষা করতে হবে না। তীব্র শীতের দাপট এই মুহূর্তে না থাকলেও আগামী ১-২ দিনের মধ্যে হাড়কাঁপানো ঠান্ডায় পড়বে দক্ষিণের জেলাগুলি। আগামী কয়েক দিনে রাজ্য জুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

গোটা রাজ্য জুড়েই আগামী কয়েক হুড়মুড়িয়ে কমতে চলেছে তাপমাত্রা। ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণের জেলাগুলোতে। হাওয়া অফিসের পূর্বাভাস, রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

পশ্চিমের জেলা গুলিতে এমনিতেই ঠান্ডা বেশি পড়ে। সেই সব জেলা গুলিতে ভালো রকম শীত অনুভব হবে। চলতি সপ্তাহে একদিকে যেমন তাপমাত্রা কমবে তেমনই, কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আগামী ২-৩ দিনে বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা থাকতে পারে।

আরও পড়ুন: কাকুর কণ্ঠের জেরে হাঁসফাঁস অবস্থা ED-র! চরম বিপাকে অধিকারীরা, হঠাৎ যা হল… চমকে উঠবেন

আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আকাশে মেঘ থাকবে। চলতি সপ্তাহে রাজ্যের কোনও জায়গাতেই বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। ওদিকে অলরেডি ভরপুর শীত কাবু করেছে উত্তরবঙ্গবাসীকে। আগামী ২৪ ঘন্টায় আরও শীত বাড়বে উত্তরে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Cyclone created in the Bay of Bengal in the new year

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহে দার্জিলিং এ বৃষ্টি হতে পারে। সিকিমেও বৃষ্টির সম্ভাবনা। হতে পারে তুষারপাতও। কুয়াশার দাপট থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কমবে তাপমাত্রা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X