বাংলা হান্ট ডেস্কঃ পুরুষদের হস্তমৈথুন সর্বজনস্বীকৃত, তাই এই একই কাজ মহিলারা করলে তার মধ্যে কোন অস্বাভিকতা নেই। সমাজের চোখে ‘স্বমেহন কিংবা পর্নগ্রাফি’ দেখা অনৈতিক বলে বিবেচিত হয়। তবে এই কাজ অপরাধের আওত্তায় পড়ে না বলেই জানাল আদালত (High Court)। তাই পর্নোগ্রাফি দেখার বিষয়টিকে আইনি ভিত্তি করে ডিভোর্স চাইতে পারেন না স্বামী। একটি ডিভোর্সের মামলায় এবার এমনটাই জানিয়ে দিল মাদ্রাজ হাই কোর্ট। একই সাথে আদালতের মন্তব্য, ‘আত্মরতি নিষিদ্ধ নয়।’ একজন পুরুষের মতো মহিলারাও স্বমেহন করতে পারেন।
মহিলাদের স্বমেহন-পর্নোগ্রাফি দেখা দোষের নয়, বিরাট রায় হাই কোর্টের (High Court)
আদালত (High Court) সূত্রে খবর, তামিলনাড়ুর এক ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে স্বমেহন ও পর্নোগ্রাফি দেখার অভিযোগ এনে ডিভোর্সের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। একইসাথে স্ত্রীর এই আচরণকে ‘নিষ্ঠুরতা’ বলে দাবি করে বিচার চান স্বামী। যদিও ওই ব্যক্তির এই আর্জি আগেই খারিজ করে দিয়েছিল নিম্ন আদালত। তারপরেই ওই মামলা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বামী।
আরও পড়ুন: এত দিন পর? মোড় ঘুরছে RG Kar মামলার, এবার ‘এদের’ তলব করল CBI
মামলা মাদ্রাজ হাই কোর্টে উঠতেই বিচারপতি জানিয়েছেন বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে স্ত্রীর ‘পর্নোগ্রাফি’ দেখাকে দায়ী করা যেতে পারে না। আদালতের স্পষ্ট দাবি, পুরুষদের মতোই নারীদেরও স্বমেহন করার অধিকার রয়েছে।
ডিভোর্সের ওই মামলায় নারীর যৌন স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে মাদ্রাজ হাই কোর্ট রায় ঘোষণায় স্পষ্ট জানিয়ে দিয়েছে ,’আত্মরতি নিষিদ্ধ নয়। পুরুষদের হস্তমৈথুন সর্বজনস্বীকৃত। তাহলে মহিলারা একই কাজ করলে তা অস্বাভাবিক হবে কেন?’ তবে একইসাথে আদালতের তরফে আরও জানানো হয়েছে, পর্নোগ্রাফির প্রতি আসক্তি ‘খারাপ’ এবং ‘অনৈতিক’। তবে বিবাহবিচ্ছেদের জন্য তা কখনওই আইনি ভিত্তি হতে পারে না।