বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার ম্যাঙ্গালোরের উপকন্ঠে একটি পুরোনো মসজিদের নীচে থেকে উদ্ধার হয়েছে একটি হিন্দু মন্দিরের স্থাপত্য ও নকশা। ম্যাঙ্গালোরের কাছেই মালালির জুমা মসজিদের সংস্কার কাজ চলার সময়ই সামনে আসে এই মন্দিরের নকশাগুলি। ওই জায়গাতে মাটির নীচে একটি আস্ত হিন্দু মন্দির রয়েছে বলেই এখন মনে করছেন অনেকে।
বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এই মন্দির এবং মসজিদ সংক্রান্ত নথিপত্র যাচাই না হওয়া অবধি মসজিদ সংস্কারের কাজটি স্থগিত রাখার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে হিন্দুত্ববাদী ওই সংগঠন।
এদিকে, দক্ষিণ কন্নড় কমিশনারেট, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই মন্দির এবং মসজিদ দুইয়ের কাঠামোই যাতে অপরিবর্তিত থাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। জমির নথিপত্র সবই খতিয়ে দেখছে প্রশাসন। এবং পুরো বিষয়টিতেই জনগণকে শান্তি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এই বিষয়ে দক্ষিণ কণ্ণড় জেলার জেলাশাসক রাজেন্দ্র কেভি বলেন, ‘আমি স্থানীয় স্তরের কর্মকর্তা এবং পুলিশ আধিকারিকদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। জেলা প্রশাসন মালিকানার বিররণ সম্পর্কিত পুরোনো জমির রেকর্ডগুলি খতিয়ে দেখছে। এনডাউমেন্ট বিভাগ এবং ওয়াকফ বোর্ড দুতরফের কাছ থেকেই রিপোর্ট নেব আমরা।’ তিনি আরও বলেন, ‘মন্দির এবং মসজিদ সংক্রান্ত দাবিগুলির বৈধতা যাচাই করে অতি শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ততক্ষণ অবধি স্থানীয় বাসিন্দাদের আমি শান্তি এবং আইনশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।’ পুরো ঘটনায় যে বিস্তর উত্তেজনা ছড়িয়েছে এলাকায় তা বলাই বাহুল্য। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন।