বাংলাহান্ট ডেস্ক : আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির (Gautam Adani) সম্পদ যে হারে বাড়ছে, তা আগামী দিনে বিশ্বের শীর্ষ ৩ বিলিয়নেয়ারদের র্যাঙ্কিংকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। গত এক বছরে গৌতম আদানির সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। 2021 সালের প্রথম দিকে গৌতম আদানির সম্পদ ছিল প্রায় $55-60 বিলিয়ন, যা এখন বেড়ে দাঁড়িয়েছে $115 বিলিয়ন। ফোর্বসের র্যাঙ্কিংয়ে বিশ্বের চতুর্থ ধনী ধনকুবের গৌতম আদানি।
সম্প্রতি তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলেছেন। এখন গৌতম আদানির চেয়ে এগিয়ে আছেন মাত্র তিনজন ধনকুবের – জেফ বেজোস, বার্নার্ড অ্যানাল্ট এবং ইলন মাস্ক। জেফ বেজোসের মোট সম্পদ $139.5 বিলিয়ন।একই সাথে বার্নার্ড অ্যানাল্ট এবং ইলন মাস্কের সম্পদের পরিমাণ যথাক্রমে $148.5 বিলিয়ন এবং $230.8 বিলিয়ন।
অন্যদিকে, ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ আম্বানি ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকায় দশম স্থানে রয়েছেন যার মোট সম্পদ $88 বিলিয়ন।
প্রসঙ্গত ,গত সপ্তাহে বিল গেটস বলেছিলেন যে, তিনি এই মাসে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে $20 বিলিয়ন দান করছেন। এই কারণে তার সম্পদ কমে গেছে এবং আদানি গেটসকে ছাপিয়ে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হয়ে উঠেছেন।
ইতিমধ্যেই, টেলিকম সেক্টরে মনোনিবেশ করছেন আদানি। এর ফলে বিশেষজ্ঞ মহল ধারণা করছে আগামী দিনে আম্বানিকে জোর প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে আদানী গোষ্ঠী। 5জি পরিষেবা শুরু হওয়ার পর ভারতীয় ধনকুবেদের সম্পত্তির পরিমাণ কতটা বাড়ে এখন সেটাই দেখার।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…