বাংলাহান্ট ডেস্ক : আপনি কি ব্যাংকের চাকরি খুঁজছেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) আপনাদের জন্য নিয়ে এলো বড় সুযোগ (Recruitment)। ২৭০০ টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য ব্যক্তিরা অবশ্যই নিজেদের নাম নথিভুক্ত করুন অনলাইনের মাধ্যমে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই চাকরির জন্য শূন্য পদের সংখ্যা থেকে শুরু করে যোগ্যতা, বেতন, নিয়োগ প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া সবটাই দেওয়া হলো আজকের প্রতিবেদনে।
শূন্য পদের নাম ও সংখ্যা:- অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে। ২৭০০ টি শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে, সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করা সার্টিফিকেট থাকলেই ইচ্ছুক আবেদনকারীরা আবেদন জানাতে পারবেন।
আরোও পড়ুন : হঠাৎ পাল্টে গেল রাধিকা-অনন্তের গণবিবাহের ভেনু! ফাইনালি কোথায় হচ্ছে? জানলে ঢোক গিলবেন
বয়স সীমা:-চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মেনে ওবিসি প্রার্থীরা তিন বছর, SC/ST প্রার্থীরা পাঁচ বছরের ছাড় পাবেন।
মাসিক বেতন:-মাসিক ভিত্তিতে দেওয়া হবে বেতন। গ্রামীণ বা মধ্য শহরতলী এলাকার চাকরিপ্রার্থীরা ১০ হাজার টাকা করে বেতন পাবেন। শহুরে এলাকার চাকরিপ্রার্থীরা ১২০০০ টাকা করে বেতন পাবেন। মেট্রো এলাকার চাকরিপ্রার্থীরা প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বেতন পাবেন।
আরোও পড়ুন : পাত্তা পাবেনা আম্বানির ১৫,০০০ কোটির অ্যান্টিলিয়া! ভারতের সবথেকে বড় বাড়িতে বাস করেন এই মহিলা
নিয়োগের পদ্ধতি: -অনলাইনে লিখিত পরীক্ষা, নিজের ভাষার টেস্ট, মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য চাকরিপ্রার্থীদের।
আবেদন পদ্ধতি:- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস পদে চাকরি করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে লিংক বেছে নিয়ে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে আবেদন পত্রটি পূরণ করুন। এরপর অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা দিন। ফরম ফিলাপ হয়ে গেলে সব শেষে সাবমিট অপশনে ক্লিক করে দিন।ফরম ফিলাপ হয়ে গেলে তার একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখুন।
আবেদন মূল্য: জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদনমূল্য লাগবে ৯৪৪ টাকা। SC/ST/PWD প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে তবে ৭০৮ টাকা। PWBD প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে দিতে হবে ৪৭২ টাকা।
আবেদন শুরুর তারিখ: ৩০/০৬/২০২৪
আবেদন শেষ তারিখ: ১৪/০৭/২০২৪
অনলাইন পরীক্ষা: ২৮/০৭/২০২৪।