১৯১২ জন প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ! পুজোর আগেই এই জেলাবাসীর জন্য দুর্দান্ত খবর

বাংলাহান্ট ডেস্ক : জটিলতা কেটে যাওয়ায় পুজোর আগে প্রায় ২০০০ প্রধান শিক্ষক নিয়োগ করা হল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। এই প্রধান শিক্ষকদের নিয়োগ করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। ১৯১২ জনের হাতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের চারটি মহকুমায় তুলে দেওয়া হয় নিয়োগ পত্র। একাধিক জটিলতা ও নির্বাচনের কারণে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে ছিল।

কিন্তু বর্তমানে সেই জটিলতা কেটে যাওয়ায় পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় দুই হাজার জনকে প্রধান শিক্ষকের নিয়োগপত্র দেওয়া হল। কাঁথি, এগরা, তমলুক ও হলদিয়া মহকুমাতে প্রধান শিক্ষকের পদের জন্য আবেদনকারীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। মোট ১৯৪১ জন প্রধান শিক্ষক নিয়োগের কথা ছিল এই চার মহকুমায়।

আরোও পড়ুন : আমজনতার মুখে হাসি! পশ্চিমবঙ্গে জ্বালানির দামে পতন; জানুন, পেট্রোল-ডিজেল কিনতে খরচ কত

এরমধ্যে প্রধান শিক্ষকের নিয়োগ পত্র তুলে দেওয়া হল ১৯১২ জনের হাতে। পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান মঙ্গলবার উপযুক্ত প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেন তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ হল ঘরে। তিনি বলেন, ” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশে প্রধান শিক্ষকের নিয়োগপত্র তুলে দেওয়া হল ১৯১২ জনের হাতে এই জেলায়।”

img 20231010 203249 1696951182743 1696951198567

সূত্রের খবর, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গত ফেব্রুয়ারি মাসে এই জেলায় প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মতো জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মার্চ মাসে জারি করা হয় বিজ্ঞপ্তি। ২৪২১টি আবেদন জমা পড়ে প্রধান শিক্ষক পদের জন্য। এরপর বিভিন্ন কারণে অনেকের আবেদন বাতিল হয় ও অনেকে আবেদন প্রত্যাহার করে নেন। ২৩৭২টি বৈধ আবেদনের মধ্যে থেকে বেছে নেওয়া হয় ১৯১২ জনকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর