বাংলাহান্ট ডেস্ক: বিয়ের পর থেকেই চূড়ান্ত ব্যস্ত ইমন চক্রবর্তী (iman chakraborty) ও নীলাঞ্জন ঘোষ। বিয়েটা তড়িঘড়ি সেরেই নেমে পড়েছিলেন কাজে। সাত পাকে বাঁধা পড়ার আগে একবার জুটিতে মিলে ঘুরতে গিয়েছিলেন পাহাড়ে। তার মাঝে আর সময়ই মেলেনি। যাও বা এতদিন পর স্বামী স্ত্রী তে মিলে ঘুরতে গেলেন সেখানেও কাজ পিছু ছাড়ল না তাঁদের। তবে তাতে অবশ্য লাভই হয়েছে শ্রোতাদের। কারণ পাহাড়ে গিয়েই পুজোর সুর খুঁজে পেয়েছেন ইমন।
বেশ কিছুদিন আগেই পাহাড় থেকে ভ্যাকেশন সেরে কলটাতায় ফিরে এসেছেন ইমন নীলাঞ্জন। কিন্তু নতুন করে ফের কিছু ছবি শেয়ার করতে নেটিজেনদের মনে সন্দেহ উঁকি দিয়েছিল। অবশেষে সুখবরটা দিয়েই দিলেন ইমন। পুজোর গান আসছে, ঘোষনা করে দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী।
ইমনের নতুন গানের অ্যালবামের নাম ‘ইচ্ছে ডানা’। পাহাড়ে গিয়েই এই নতুন গানের মিউজিক ভিডিওটি শুট করেছেন তিনি। স্বামী নীলাঞ্জনের সুরে পুজোর গানটি রেকর্ড করেছেন ইমন। তবে নীলাঞ্জন শুধু এবার ক্যামেরার পেছনে না, ক্যামেরার সামনেও তাঁকে দেখা যাবে ইমনের সঙ্গে। সোমবার মুক্তি পেয়েছে ইমনের নতুন পুজোর গান ‘ইচ্ছে ডানা’।
https://www.instagram.com/p/CUhPfcQp1n_/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CUStYGOItiR/?utm_medium=copy_link
এর আগে মুক্তি পেয়েছিল ইমনের গাওয়া কীর্তন গান ‘জগৎ সাজে বৃন্দাবন’ । এই প্রথম বার কীর্তন গাইলেন তিনি। নতুন কিছু করার চেষ্টাতেই এই ভাবনা ইমনের। তবে বহু মানুষের পছন্দ হয়েছিল তাঁর কীর্তন গান। ইমন জানিয়েছিলেন আরো নতুন নতুন প্রয়াস নিয়ে শ্রোতাদের উপহার দেবেন তিনি।
https://youtube.com/playlist?list=OLAK5uy_kUm6pgczF4Fvhyj_KQRtab73IbqjMy_oE
করোনা আবহেই প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ এবং তারপর ধুমধাম করে সামাজিক বিয়ে সেরেছিলেন ইমন এবং নীলাঞ্জন। ব্যস্ত শিডিউল থেকে একটু বিরতি নিয়ে একদিনেই সেরেছিলেন বিয়ে রিসেপশন। সেসব মিটতেই ফের কাজে ঝাঁপিয়েছেন ‘নীলামন’ জুটি। তাঁদের বিয়ে বেশ কিছুদিন সংবাদ শিরোনামে ছিল।