বাংলাহান্ট ডেস্ক : তীব্র বিতর্কের মধ্যেই লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ভারতের ওয়াকফ সংশোধনী বিল (India-Waqf Amendment Bill)। তৃণমূল, সিপিএম, কংগ্রেস-সহ বিরোধী শিবির এই বিলের সংশোধনী নিয়ে বিরোধিতা করলেও, লোকসভা-রাজ্যসভা দুই কক্ষেই ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়ে শেষ হাসি হাসল মোদি সরকার।
ভারতের ওয়াকফ সংশোধনী বিল (India-Waqf Amendment Bill) ও জমি দান
তবে গত কয়েকদিন ধরে যে ওয়াকফ বিল নিয়ে গোটা দেশে (India-Waqf Amendment Bill) তৈরি হয়েছে তীব্র বিতর্ক, সেই ওয়াকফ বোর্ডের হাতে কত পরিমাণ জমি আছে জানেন? ওয়াকফ বোর্ড ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিকানার অধিকারী। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ওয়াকফ বোর্ডের হাতে থাকা রেজিস্টার্ড স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৭২,০০০।
আরও পড়ুন : পয়লা বৈশাখের মধ্যেই…মমতাকে টাইট ডেডলাইন! এবার নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের
একাধিক সূত্র দাবি করেছে, মোট ৯৪০,০০০ একরেরও বেশি ছোট জমির অধিকারী ওয়াকফ বোর্ড (Waqf Board)। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক কাজে ব্যবহৃত জমি এই সম্পত্তির আওতায় পড়ে। মুসলিম শাসক, সুফি সাধক এমনকি ধনী ব্যবসায়ীরা মসজিদ, দরগা, মাদ্রাসা এবং সমাজকল্যাণের জন্য দান করেন তাদের বিপুল পরিমাণ সম্পত্তি।
আরও পড়ুন : রবিতে ভিজবে দক্ষিণবঙ্গ, রামনবমীতে বাদ সাধবে ঝড়-বৃষ্টি? আবহাওয়ার আগাম আপডেট
ইসলামি আইন অনুসারে ধর্মীয় অথবা দানের উদ্দেশ্যে সংরক্ষিত সম্পত্তির পরিচালনার দায়িত্বে থাকে ওয়াকফ বোর্ড। ভারতের (India) ওয়াকফ বোর্ডে সম্পত্তি দানের ক্ষেত্রে শীর্ষে রয়েছেন হায়দরাবাদের নিজামরা। নিজাম-উল-মুলক থেকে উৎপত্তি নিজাম শব্দটির। নিজাম-উল-মুলক আসফ জাহ সপ্তম দাক্ষিণাত্যের বিপুল পরিমাণ সম্পত্তি দান করে গিয়েছেন।
পাশাপাশি নিজাম ওসমান আলি খান উল্লেখযোগ্য দান করেন ইয়াদগিরিগুত্তা মন্দির, তিরুপতি মন্দির এবং অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতো প্রসিদ্ধ হিন্দু ধর্মস্থানগুলিতেও। দিল্লি, আগ্রা এবং হায়দরাবাদে ধর্মীয় স্থানের জন্য চোখ বন্ধ করে ওয়াকফ সম্পত্তিতে দান করেছেন আকবর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের মতো মুঘল শাসকরাও। এমনকি ওয়াকফে উল্লেখযোগ্যভাবে দান করেছেন জাহানারা বেগমের মতো মহিলা শাসকরাও।
হজরত নিজামুদ্দিন আউলিয়া এবং খোয়াজা মইনুদ্দিন চিস্তির মতো প্রথম সারির সুফি সাধকের অসংখ্য অনুগামী বিপুল পরিমাণ সম্পত্তি দান করেছেন মাজারে। এমনকি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক পরিমাণ সম্পত্তি দান করেছেন ধনী মুসলিম ব্যবসায়ী ও জমির মালিকরা। একটি সূত্র বলছে, গোটা দেশে ৯,৪০,০০০ একর জমি রয়েছে ওয়াকফ বোর্ডের অধীনে।
বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজের জন্য আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে এই বিপুল পরিমাণ জমি। ওয়াকফ বোর্ডের অধীনে সবথেকে বেশি পরিমাণ জমি রয়েছে দিল্লি, হায়দরাবাদ, লখনউ এবং অজমেঢ়ে। সূত্র মারফত জানা যায়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়াকফের অধীনে ৮২০১১.৮৪ একর জমি রয়েছে বর্তমানে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়াকফের মোট সম্পত্তির সংখ্যা ৮০৪৮০ টি।