৮৪ লাখের চাকরি ছেড়ে ধোপার কাজ! আজ ১০০ কোটি সংস্থা IIT প্রাক্তনীর! কীভাবে হল জানেন?

বাংলাহান্ট ডেস্ক : অনেকের স্বপ্ন থাকে আইআইটি-তে (Indian Institute of Technology) পড়ার। দেশের অনেক নামজাদা আইআইটি ইনস্টিটিউটের পড়ুয়ারা এখন ঝুঁকছেন ব্যবসার দিকে। দেশের এমন অনেক নতুন উদ্যোগপতি রয়েছেন যারা আইআইটি’র (Indian Institute of Technology) ছাত্র ছিলেন। আজ তেমনই একজন উদ্যোগপতি সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যিনি তৈরি করে ফেলেছেন ১০০ কোটি টাকার সংস্থা।

IIT (Indian Institute of Technology) পড়ুয়া থেকে উদ্যোগপতি

পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য একটা সময় বিক্রি করতে হয়েছিল মায়ের গয়না। সেই ছাত্রই আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। অরুণাভ সিনহা ৮৪ লক্ষ টাকার প্যাকেজের চাকরি পেয়েছিলেন। কিন্তু সেই লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে নিজে তৈরি করে ফেললেন U-Clean। অরুণাভ সিনহার জন্ম বিহারের (Bihar) ভাগলপুরে। ছোটবেলায় অরুণাভর বাবা কাজের সূত্রে চলে আসেন জামশেদপুরে।

   

আরোও পড়ুন : ফের সোনা-রুপোর দামে বিপুল বৃদ্ধি! ১০ গ্রাম মিলছে এত টাকায়, দিশেহারা অবস্থা ক্রেতাদের

সেখানকার একটি কলেজে পড়াতেন দিনে। তবে সংসারে শুরু থেকেই ছিল আর্থিক কষ্ট। অরুণাভ ছোটবেলায় পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যেতেন। তবে ছোটবেলাতেই তিনি ঠিক করে নিয়েছিলেন যে আইআইটি-তে (Indian Institute of Technology) পড়াশুনা করবেন। তারপর শুরু হয়ে যায় প্রস্তুতি। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় টিউশনি করতেন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অরুণাভ বম্বে আইআইটি’র মেটালার্জি বিভাগে ভর্তি হন।

আরোও পড়ুন : ভুল UPI অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেছেন? নো চিন্তা! জাস্ট একটা ফোনেই হবে মুশকিল আসান

সেখানে প্রতি সেমিস্টারে ফিজ ছিল ৫০ হাজার টাকা। সেই টাকা জোগাড়ের জন্য অরুণাভকে বিক্রি করতে হয়েছে মায়ের গয়না। কলেজের পড়াশোনা শেষ করে অরুণাভ তৈরি করেন FranGlobal নামের একটি প্রতিষ্ঠান। ২০১৫ সালে সেটিকে বিক্রি করে দিয়ে তিনি চাকরি করতে শুরু করেন ট্রেবো হোটেলস সংস্থায়। এখানে তাঁর বার্ষিক বেতন ছিল ৮৪ লক্ষ টাকা।

IMG 20240718 171657

এখানে কাজ করতে করতে তিনি বুঝতে পারেন যে হোটেলের ৭০ শতাংশ কাজই থাকে লন্ড্রি সংক্রান্ত। সেই ভাবনা থেকেই তিনি নিজের লন্ড্রি ব্যবসা (Laundry Business) শুরু করেন। প্রতিষ্ঠা করেন  ‘ইউ ক্লিন’ (U-Clean)। এই সংস্থা মাত্র পাঁচ বছরের মধ্যে ১১৩টি শহরে মোট ৩৯০টি স্টোর খুলে ফেলেছে। এই সংস্থার বর্তমান বার্ষিক টার্ন ওভার ১১০ কোটি টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর