বাংলা হান্ট ডেস্ক : ফের একবার ভারতীয় নৌবাহিনীর (Indian Navy Ship) জয়জয়কার। এমভি রুয়েনকে সফলভাবে উদ্ধার করার জন্য ভারতীয় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বুলগেরিয়ার (Bulgaria) প্রেসিডেন্ট রুমেন রাদেভ। উল্লেখ্য, এই জাহাজে জলদস্যুদের হাতে বন্দি হওয়া ১৭ জন ক্রু সদস্যের মধ্যে ৭ জন ছিলেন বুলগেরিয়ান নাগরিক।
সম্প্রতি বুলগেরিয়ার প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স (সাবেক টুইটার) থেকে একটি অফিসিয়াল বিবৃতি জারি করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যু এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ।
পাল্টা জবাবে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, আমরা খুশি যে ওই জাহাজের সাত বুলগেরিয়ান নাগরিক এখন নিরাপদ এবং শিগগিরই বাড়ি ফিরছেন।’ প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন আরব সাগরে প্রায় ৪০ ঘন্টা ধরে চলা একটি উদ্ধার অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। লড়াই শেষে প্রায় ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
আরও পড়ুন : ‘ফেসবুক-টুইটার থাকলেই লাল দাগ’! বাংলার স্কুলের প্রধান শিক্ষিকার বার্তা ঘিরে তোলপাড়
জলদস্যু ছাড়াও জাহাজ রুয়েনের ১৭ জন ক্রু সদস্যকেও উদ্ধার করেছে ভারতীয় নৌ সেনা। রবিবার এই প্রসঙ্গে নৌবাহিনী জানিয়েছে, এই অঞ্চলের মধ্যে যাতায়াত করা জাহাজের উপর নজর থাকে সোমালিয়ার জলদস্যুদের। তবে তাদের পরিকল্পনা নস্যাৎ করতে ইতিমধ্যেই আইএনএস কলকাতা মোতায়েন করা হয়েছে আরব সাগরে। নৌবাহিনী সূত্রে খবর, ‘মার্চেন্ট জাহাজ রুয়েনকে ১৫ মার্চ আইএনএস কলকাতা উদ্ধার করেছিল। রুয়েনকে ২০২৩ সালের ডিসেম্বরে হাইজ্যাক করা হয়েছিল এবং এতদিন সেটি সোমালিয়ান জলদস্যুদের নিয়ন্ত্রণে ছিল।’