ফের নয়া রেকর্ড! ভারতীয় রেল এবার যা করল….জানলে হবেন “থ”

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নিত্যদিনই একের পর এক রেকর্ড তৈরি করছে ভারতীয় রেল (Indian Railways)। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবর্ষে ৪১,৯২৯টি ওয়াগন (মালবাহী ট্রেনের কোচ) উৎপাদন করে ভারতীয় রেল তৈরি করে ফেলেছে নয়া মাইলফলক। রেলমন্ত্রক জানিয়েছে, ২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত গড়ে বার্ষিক ১৩,২৬২টি ওয়াগন নির্মাণ করেছিল রেলওয়ে।

নয়া মাইলফলক তৈরি ভারতীয় রেলের (Indian Railways)

তবে ২০২৪-২০২৫ আর্থিক বছরে সেই পরিমাণ একধাক্কায় বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। তথ্য অনুযায়ী, গত ৩ বছরে ভারতীয় রেলের উৎপাদিত মোট ওয়াগনের সংখ্যা ১,০২,৩৬৯টি। মালগাড়ির পরিষেবা আরও মসৃণ করতে ভারতীয় রেলের (Indian Railways) এই রেকর্ড অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কর্তৃপক্ষ। রেলমন্ত্রকের হিসেব অনুযায়ী, এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট দেশে ওয়াগন উৎপাদনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কতটা সচেষ্ট।

আরও পড়ুন : রামনবমীর দিন কী বন্ধ থাকবে মেট্রো পরিষেবা? বড় আপডেট সামনে আনল কর্তৃপক্ষ

দেশীয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মালবাহী পরিবহন উন্নত করার ব্যাপারে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির স্পষ্ট প্রতিফলন এই পরিসংখ্যান। ভারতের মাটিতে উল্লেখযোগ্য হারে ওয়াগন উৎপাদন বৃদ্ধির ফলে তার ইতিবাচক প্রভাব পড়বে দেশীয় অর্থনীতি ও পণ্য পরিবহনের ক্ষেত্রে। বলা বাহুল্য, পর্যাপ্ত ওয়াগন উৎপাদনের ফলে  গতি আসবে পণ্য পরিবহনের ক্ষেত্রে।

Indian Railways achievement in this case

অন্যদিকে কয়লা, সিমেন্ট এবং ইস্পাতের মতো বাল্ক পরিবহনের উপর নির্ভরশীল শিল্পগুলির দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়ে উঠবে। রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০০৪-১৪ সালে দেশের মাটিতে বার্ষিক গড় কোচ উৎপাদনের সংখ্যা ছিল ৩,৩০০টি। ২০১৪-২৪-এ সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৫,৪৮১টিতে। গত দশকে ভারতের (India) উৎপাদিত হয়েছে মোট ট্রেনের কোচের সংখ্যা ৫৪,৮০৯টি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X