বাংলাহান্ট ডেস্ক : একের পর এক ফাঁড়া চলছে যেন ভারতীয় রেলের (Indian Railways)। চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার পরেও যেন দুর্ঘটনা পিছু ছাড়ছে না। মালগাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী ট্রেন বাদ যাচ্ছে না কিছুই। ওড়িশার করমণ্ডল এক্সপ্রেসের বিপর্যয় নিয়ে যখন তোলপাড় চলছে সারা দেশে ঠিক তখনই বাংলার বুকেও ঘটে গেল ভয়াবহ মালগাড়ি দুর্ঘটনা।
রেল সূত্রের খবর, এবার এনজেপির (NJP Station) কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে মালগাড়ি। বুধবার বেলা ১১টা নাগাদ এনজেপি ও শিলিগুড়ি টাউন স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। স্টোন চিপস বোঝাই একটি মালগাড়ির ওয়াগন হঠাৎ করেই বেলাইন হয়ে যায়। ইস্ট কেবিন অফিসের সামনে ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই, আজ সকালে ফের মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সেখানে গিয়েছেন রেলের পদস্থ আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের চালকের কোনও ভুল নাকি সিগন্যালের কোনও সমস্যা ছিল তা পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। এদিকে একের পর এক দুর্ঘটনা ঘটার খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ওড়িশাতেই দুর্ঘটনার মধ্যে পড়ে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেন। বলা বাহুল্য, খেলনা গাড়ির মত উল্টে যায় ট্রেনের একাধিক বগি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জন মানুষের। আহত এক হাজারেরও বেশি। মৃত ও আহতদের মধ্যে অনেকেই বাংলার বাসিন্দা। সব মিলিয়ে বলা যায়, করমণ্ডলের ক্ষত শুকোনোর আগেই ফের মালগাড়ি বেলাইন হওয়ার খবর এল।