বাংলাহান্ট ডেস্ক : নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর দিল রেল। পূর্ব রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল। অফিস যাত্রী থেকে নিত্যযাত্রীরা রেলের এই সিদ্ধান্তের ফলে বেজায় খুশি। শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য রেলের তরফ থেকে দারুন খুশির খবর নিয়ে আসা হয়েছে। পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা ডিভিশনের একটি ট্রেনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে।
এবার নিশ্চই আপনাদের মনে আগ্রহ জন্মাচ্ছে যে কোন ট্রেনের যাত্রীরা এই সুবিধা পেতে চলেছেন? এই বিষয়ে বিস্তারিত জানার জন্য পড়ে ফেলুন প্রতিবেদন।সন্ধ্যার সময় অফিস ফিরতি নিত্যযাত্রীদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। ট্রেন কম থাকার কারণে অথবা পর্যাপ্ত স্টপেজ না দেওয়ার ফলে বহু নিত্যযাত্রীর সমস্যা হচ্ছিল।
আরোও পড়ুন : ‘বাড়ি কিনলে বিনামূল্যে পেয়ে যাবেন স্ত্রী’! নিন্দনীয় এই অফারের বিজ্ঞাপন দিতেই তোপের মুখে এই সংস্থা
যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেল এবার সিদ্ধান্ত নিল একটি স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকালে (Sealdah – Kalyani Simanta Local)। জানা যাচ্ছে আগামী সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে।ট্রেন নম্বর ৩১৩৩৭ শিয়ালদা-কল্যাণী সীমান্ত সুপার লোকাল ট্রেনটি নিয়ে উচ্ছ্বসিত আমজনতা।
আগামী সোমবার থেকে স্টপেজ দিতে চলেছে বিধাননগর রোড স্টেশনে এই ট্রেনটি। এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদা থেকে সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে ছাড়ে। ট্রেনটি এতদিন শিয়ালদা থেকে ছাড়ার পর সোজা দমদমে স্টপেজ দিত। তবে এবার থেকে এই ট্রেন স্টপেজ দেবে বিধাননগর রোড স্টেশনে। সন্ধ্যা ৭ টা ১৭ মিনিটে এই ট্রেনটি এসে পৌঁছাবে বিধাননগর রোড স্টেশনে।