বাংলা হান্ট ডেস্কঃ ৪৯১ বছরের ইতিহাসের আজ রায়দানের দিন ১৫২৮ থেকে ২০১৯ পর্যন্ত অযোধ্যায় (Ayodhya) বিতর্কিত জমি নিয়ে চলছে আসছে দুই পক্ষের সংগ্রাম। আজ সেই সংগ্রামের শেষ দিন। আজ সকাল ১০ঃ৩০ টা নাদাগ অযোধ্যা মামলা নিয়ে রায় শোনাবে মহামান্য আদালত। রায়দানের আগে দুই পক্ষের ধর্ম গুরু এবং বিভিন্ন ধার্মিক সংগঠন থেকে শান্তি বজায় রাখার আবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) ট্যুইট করে সবাইকে শান্তি বজায় রাখার আবেদন করেছেন। উনি বলেছেন, এই সিদ্ধান্ত কারোর হার অথবা জয় এনে দেবেনা। উনি দেশবাসীর কাছে আবেদন করে শান্তি, একটা বজায় রাখতে বলেছেন।
अयोध्या पर सुप्रीम कोर्ट का जो भी फैसला आएगा, वो किसी की हार-जीत नहीं होगा। देशवासियों से मेरी अपील है कि हम सब की यह प्राथमिकता रहे कि ये फैसला भारत की शांति, एकता और सद्भावना की महान परंपरा को और बल दे।
— Narendra Modi (@narendramodi) November 8, 2019
আর অযোধ্যা মামলার রায়দানের আগে উত্তর প্রদেশের বেশ কয়েকটি সংবেদনশীল জেলায় রাত ১২ টার পর থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সংবেদনশীল এলাকা গুলোতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ অযোধ্যা মামলা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের কথা মাথায় রেখে এই ব্যাবস্থা নেওয়া হয়েছে।
IG (Moradabad Range), Ramit Sharma: Everything is normal. Instructed security forces & depts to stay alert in morning. We expect everything to be normal. We're monitoring social media so that action can be taken against anyone spreading rumours or hurting people's sentiments. pic.twitter.com/IwkwleJzZ0
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 8, 2019
উত্তর প্রদেশের কানপুরে আগামী ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আলীগড়ের ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার আদেশ দিয়েছে। সংবাদ মাধ্যম এএনআই অনুযায়ী, ডিএম চন্দ্রভূষণ সিং বলেছেন, আগামী ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে, এই বিষয়ে আগামী নির্ণয় পরিস্থিতি বুঝে নেওয়া হবে।
Delhi: Security personnel outside Supreme Court ahead of verdict in #Ayodhya land case; Section 144 is imposed in the area pic.twitter.com/AAJobFb9KR
— ANI (@ANI) November 9, 2019
উত্তর প্রদেশে প্রচুর পরিমাণে সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। সমস্ত স্কুল, কলেজ আর শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আগামী ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের সরকারের এক বরিষ্ঠ আধিকারিক জানান, সংবেদনশীল এলাকা গুলোতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ফোর্সও মোতায়েন করা হয়েছে। আমরা সরকারের কাছে আরও কোম্পানি দাবি করেছি। আমরা সবাই অ্যালার্টে আছি।