মাথার দাম ছিল ৩ লাখ! NIA-র হাতে গ্রেফতার ISIS জঙ্গি, বানচাল বড়সড় নাশকতার ছক

বাংলাহান্ট ডেস্ক : বড়সড় নাশকতার ছক ভন্ডুল দেশজুড়ে। ISIS সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হল দিল্লি থেকে। NIA-এর তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী শাহনওয়াজ ওরফে শৈফি উজ্জমাকে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল গ্রেপ্তার করে সোমবার সকালে। NIA এর পক্ষ থেকে শাহনওয়াজের মাথার দাম ৩লাখ টাকা ঘোষণা করা হয়েছিল।

সূত্রের খবর, দলের সাথে মিলে বড় নাশকতা ছক কষছিল শাহনওয়াজ। শাহনওয়াজের বিরুদ্ধে পুনের ISIS লিংকের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল অনেকদিন। সন্দেহভাজন এই জঙ্গি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন। জানা যাচ্ছে গ্রেফতার হওয়া শাহনওয়াজ দিল্লির বাসিন্দা এবং সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। এর আগে তাকে গ্রেফতার করে পুনের পুলিশ।

আরোও পড়ুন : ফুটপাথে হাঁটা দম্পতিকে গাড়ির ধাক্কা, মৃত্যু মহিলার! জনপ্রিয় অভিনেতাকে গ্রেফতার করল পুলিশ

কিন্তু পরবর্তীকালে সে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে শাহনওয়াজ চলে আসে দিল্লিতে। এরপর ক্রমশ ঠিকানা বদল করে সে দিল্লিতেই বসবাস করতে থাকে। অবশেষে এই ISIS সন্দেহভাজনকে গ্রেফতার করবে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লির স্পেশ্যাল সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে তৈরি করা হয়েছিল ISIS-এর নতুন মডিউল।

আরোও পড়ুন : আজ থেকেই LPG সিলিন্ডারের দাম সহ দেশে বদল ঘটল ৫ টি নিয়মে, দুর্ভোগে পড়ার আগে নিন জেনে

তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের পর শাহনওয়াজের কাছ থেকে জানতে পেরেছে, ISIS দিল্লিতে একটি সেল চালাচ্ছিল তিন-চারজনকে নিয়ে। এই সেলের লক্ষ্য ছিল দিল্লিতে খুব শীঘ্রই একটি নাশকতার ঘটনা ঘটানোর। প্রাথমিকভাবে এমনটাই মনে করছেন তদন্তকারীরা। তদন্তকারীদের হাতে শাহনওয়াজ ছাড়াও গ্রেপ্তার হয়েছেন আরও তিনজন।

arrest

শাহনওয়াজ ছাড়াও তার তিন সঙ্গী রিজওয়ান আবদুল হাজি আলি, আবদুল্লা ফইজ শেখ ওরফে ডায়পারওয়ালা এবং তলহা লিয়াকত খানের সন্ধান পেতেও এই অভিযান চালানো হয়। এখনও তল্লাশি চলছে পুলিশের। এনআইএ-র তরফে জানানো হয়েছিল, ধৃতরা সকলেই আইসিসের স্লিপার মডিউলের সঙ্গে যুক্ত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর