‘বাংলায় বহু কেন্দ্রীয় প্রকল্পের অপব্যবহার হয়েছে’, অনুব্রত মণ্ডলের গড় ঘুরে দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)! কিছুদিনের অপেক্ষা মাত্র, তারপরেই ভোটানুষ্ঠান। সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। এই আবহেই একাধিক কর্মসূচি নিয়ে শনিবার বীরভূমে (Birbhum) পা রেখেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিল (Kapil Moreshwar Patil)। সেখান থেকেই রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সরব কেন্দ্রের মন্ত্রী।

শনিবার অনুব্রত গড়ে কেন্দ্রীয় মন্ত্রী পৌঁছাতেই তাঁর কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি না পাওয়ার অভিযোগ জানান বীরভূমের কিছু বাসিন্দা। এর প্রেক্ষিতেই পরদিন মন্ত্রী কপিল মোরেশ্বরের অভিযোগ, বাংলায় বহু কেন্দ্রীয় প্রকল্পেরই অপব্যবহার হচ্ছে। এমনকি সাধারণ মানুষের আবেদন আর্জি টুকুও কেন্দ্রের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না বলেও বিস্ফোরক দাবি করেন মন্ত্রী।

শনিবার বীরভূম পরিদর্শন করেন কপিল মোড়েশ্বর পাতিল। এরপর বঙ্গে লাগাতার হতে থাকা আবাস যোজনার দুর্নীতিকে হাতিয়ার করে রবিবার মন্ত্রী অভিযোগ করেন, ‘‘এখানে বহু কেন্দ্রীয় প্রকল্পের অপব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেক অনিয়ম উঠে এসেছে। সাধারণ মানুষের আবেদন দিল্লি পর্যন্ত পৌঁছতে দেওয়া হচ্ছে না। পাওনা ঘর বাতিল করা হচ্ছে, এ রকম অফুরন্ত অভিযোগ পাওয়া গিয়েছে। নিশ্চিত ভাবে বোঝা যাচ্ছে, গরিব মানুষের উপর অন্যায় হয়েছে।’’

kapil moreshwar

শুধু তাই নয়, এরপর একশো দিনের কাজ নিয়েও তোপ দাগেন মন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রের গাইডলাইন মেনে কোনো কাজ হয়নি। পাশাপাশি বীরভূম থেকে উঠে আসা সমস্ত আবাস দুর্নীতির যথাযথ সমীক্ষা হবে বলেও জানান তিঁনি। অন্যদিকে, এই সকল অভিযোগ মানতে নারাজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তাঁর পাল্টা দাবি, ‘‘কেন্দ্রের তদন্ত-দল ঘুরেও অনিয়ম পাচ্ছে না।’’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর