এখন থেকেই বলিউডে লঞ্চ করার ধান্দায় ‘দাদু’ করন! আলিয়ার মেয়ে হতেই মিমের বলি পরিচালক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কাপুর এবং ভাট পরিবারে এখন খুশির রোশনাই। প্রথম সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। ৬ ই নভেম্বর, রবিবার সকালে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে ফুটফুটে কন‍্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বাবা হয়েছেন রণবীর কাপুর। সব মিলিয়ে হইহই কাণ্ড জুটির পরিবারে।

দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক রণবীর এবং আলিয়ার। চলতি বছরের এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। বেশ অনেকদিন ধরেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল তাঁদের। কিন্তু হঠাৎ করেই কিছুদিনের প্রস্তুতিতে বিয়ে ঠিক করে ফেলেন কাপুর এবং ভাট পরিবার। রণবীরের মুম্বইয়ের ফ্ল‍্যাটের ব‍্যালকনিতেই বিয়ে সারেন তাঁরা।


এপ্রিলে বিয়ের পর জুন মাসেই সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষনা করেন আলিয়া। বিয়ের মাত্র তিন মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষনা করায় ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। এবার সাত মাসের মাথায়ই সন্তানের জন্মও দিয়ে দিলেন অভিনেত্রী। একদিকে যখন শুভেচ্ছা বার্তায় ভাসছেন তারকা দম্পতি, অন‍্যদিকে সোশ‍্যাল মিডিয়াতেও শুরু হয়ে গিয়েছে ট্রোলের বন‍্যা।

আর এই মিম, ট্রোলের মধ‍্যে অবধারিত ভাবে টেনে আনা হয়েছে করন জোহরের নাম। কেউ লিখেছেন, করন ইতিমধ‍্যেই ‘রালিয়া’র সন্তানকে ধর্মা প্রোডাকশনের ছবিতে কাস্ট করে ফেলেছেন। আবার কারোর কটাক্ষ, স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার ৭ এ ডেবিউ করবে রণবীর আলিয়ার মা। নতুন স্টার কিড পেয়ে করনের তো পাগল হওয়ার জোগাড় নির্ঘাত!

 

‘মেয়ে’ আলিয়ার মা হওয়ার খবর সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করন নিজেও। আলিয়া রণবীর এবং তাঁর নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভালবাসায় পরিপূর্ণ। এই জগতে তোমাকে স্বাগত ছোট্ট মেয়ে। অনেক ভালবাসা তোমার জন‍্য অপেক্ষা করে রয়েছে। তোমাদের জন‍্য অনেক ভালবাসা আলিয়া এবং রণবীর। আমি একজন গর্বিত দাদু!’

সম্পর্কিত খবর

X