live Earthquake ‘ফণী’-প্রভাবের আতঙ্ক না কাটতেই,হঠাৎ শুরু হল ভূমিকম্প,হিমাচলে দুলে উঠল মাটি

বাংলা হান্ট ডেস্ক :-সিমলা : এমনিতেই ফণী আতঙ্কে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম ওড়িশা। প্রকোপ থেকে বাধ যায়নি অন্ধ্রপ্রদেশ ও তামিল নাড়ুও৷ এর মধ্যেই অন্য এক আতঙ্ক দেখা দিলো উত্তরে, শুক্রবার সকালে হঠাৎ দুলে উঠল হিমাচল প্রদেশের মাটি৷ আতঙ্ক অনুভব হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপানউতোর শুরু হয়ে যায়।

তবে ভূমিকম্পের পরিমাণ অনেকটাই কম থাকার কারণে ক্ষয়ক্ষতি পরিমাণ সেভাবে জানা যায়নি৷ মূল কম্পন অনুভুত হয়েছে হিমাচলের মান্ডি জেলার একাধিক অংশে৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল প্রায় ৪.২৷

97e5e screenshot 20190503 132340 প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনো প্রাণ নাশ বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত এরম কোনো খবর এখনও অবধি জানা যায়নি৷
শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ ভূমিকম্প শুরু হলে স্থানীয়রা বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন ভয় পেয়ে।


সম্পর্কিত খবর