বাংলা হান্ট ডেস্কঃ এটা ভারতবর্ষ। জয় শ্রী রাম এই স্লোগানটাকে ব্যান করতে হবে। আমি হাইকোর্ট যাচ্ছি। টিভি চ্যানেলে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মদন মিত্র। তিনি বাংলার একটি জনপ্রিয় টিভি চ্যানেলের টক শোয়ে গোটা দেশে জয় শ্রী রাম স্লোগান ব্যান করার দাবি জানান। এমনকি তিনি এও বলেন যে, তিনি জয় শ্রী রাম স্লোগানের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন।
উল্লেখ্য, জয় শ্রী রাম ধ্বনি নিয়ে পশ্চিমবঙ্গে অনেক আগে থেকেই রাজনীতি হয়ে আসছে। সর্বপ্রথম জয় শ্রী রাম ধ্বনি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয় ফনী ঝড়ের পর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুর থেকে চন্দ্রকোনা রোডের দিকে যাওয়ার সময় একদল যুবক ওনার কনভয়ের সামনে জয় শ্রী রাম স্লোগান দেয়। এরপর মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নিজে নেমে তাঁদের ধাওয়া করেন।
সম্প্রতি জয় শ্রী রাম ধ্বনি নিয়ে তুলকালাম কাণ্ড বেঁধে গিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী হিসেবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেখানে আমন্ত্রণ জানানো হয়।
মুখ্যমন্ত্রী স্টেজে উঠতে নিলেই দর্শকাশন থেকে জয় শ্রী রাম ধ্বনি ভেসে ওঠে। এরপর মুখ্যমন্ত্রী অপমানিত বোধ করে ভাষণ না দিয়েই নেমে যান। একদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় যে, নেতাজির মতো স্বাধীনতা সংগ্রামীর জন্মবার্ষিকীতে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে বাংলার অপমান করেছে বিজেপি। এবং তাঁরা সেখানেও রাজনীতি করেছে।
আরেকদিকে, বিজেপি পাল্টা আক্রমণ করে বলে, জয় শ্রী রাম কোনও রাজনৈতিক স্লোগান না। মুখ্যমন্ত্রী তোষণনীতিতে এতটাই ডুবে গিয়েছেন যে, এখন রামের নাম শুনলেই ভয় পান।
তৃণমূল নেতা মদন মিত্রর জয় শ্রী রাম ধ্বনিকে ব্যান করার কথায় পাল্টা প্রতিক্রিয়া দেন বিজেপির নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেন, ‘ভারত এখনো ইসলামিক স্টেট হয় যায় নি যে, এখানে জয় শ্রী রাম স্লোগান দেওয়া যাবে না। আর আপনার মতো নেতা এই ধ্বনি ব্যান করার কে?”