বছরের শুরুতেই কল্পতরু মুখ্যমন্ত্রী! আইসিডিএস ও আশা কর্মীদের জন্য বিরাট ‘সুখবর’ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ অনেকদিন পর আবার টানা জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ নবাবের শহর মুর্শিদাবাদে সভা ছিল তাঁর। জেলা সফরে বেরিয়ে একের পর এক ঘোষণা করেছেন তিনি। মুর্শিদাবাদ জেলার লোকসভার তিনটি আসনই কুক্ষিগত তাঁর। সেই সূত্রেই এদিন পরিষেবা প্রদান সভা থেকে মুর্শিদাবাদের জন্য উন্নয়নের লক্ষ্যেই আজ কল্পতরু ছিলেন মুখ্যমন্ত্রী।

আইসিডিএস আর আশা কর্মীদের জন্য বিরাট সুখবর দিলেন মমতা (Mamata Banerjee)

আগামী ২৬ জানুয়ারি থেকে আবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির। তার আগেই সবাইকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, এই সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কেউ যদি টাকা চায় তাহলে তার নামে থানায় গিয়ে অভিযোগ করে আসবেন। আর যদি পুলিশ ডায়েরি নিতে রাজি না হয় তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী কে অভিযোগ জানাতে পারবেন তারা।

নবাবের শহর থেকেই এদিন একই সঙ্গে ‘ঘর শাসনও’ করলেন মমতা (Mamata Banerjee)। জনপ্রতিনিধিদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন,’কেউ লোভ করবেন না। মানুষের পাশে থাকুন। তৃণমূল করলে মানুষের সেবা করে যেতে হবে। মানুষ মনে রাখবে।’ একই সাথে দিন বিধায়ক সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী করা হুঁশিয়ারি দিয়ে জানান, ‘কোন গোষ্ঠীবাজি অনিয়ম চলবে না। আমি কাউকে ছাড়বো না। বিধানসভায় সব আসনে জিততে হবে।’

বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে এখন থেকেই ঘুঁটি সাজাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন এই জেলা সফর  থেকেই রাজ্যের আশা এবং আইসিডিএস কর্মীদের জন্য দারুন সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন এবার এই দুই কর্মীরাই রাজ্য সরকারের তরফ থেকে মোবাইল পাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আশা কর্মীদের ফোন দিতে টেন্ডার হয়েছে। আইসিডিএস-এর মেয়েদের ফোন দেওয়া হবে। কেন্দ্র টাকা দেয় না ওদের। ওরা আমাদের জন্য অনেক কাজ করেছে। কোভিডের সময় যখন কেউ বেরতো না তখন ওরাই বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে এসেছে।’

আরও পড়ুন: ‘আইনটা আমি একটু একটু জানি’! প্যারোলে ছাড়া পেতে পারে সঞ্জয়, আশঙ্কা মমতার

কেন্দ্রের বঞ্চনার কথাও এদিন উঠে এল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। কেন্দ্রের বঞ্চনা নিয়েও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বক্তব্যের ঝাঁঝ বাড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির নাম না নিয়েই মুখ্যমন্ত্রী এদিন বললেন, ‘একটা রাজনৈতিক দল আছে। ওরা সকাল থেকে শুরু করবে তুমি হিন্দু নাকি মুসলমান? দাঙ্গা লাগানোর চেষ্টা করে। বন্যায় ভেসে গেলে আসে না।  বাংলাকে বঞ্চনা করে, বিশ্ববরেণ্য মনীষীদের আমরা নেতা মানবো নাকি, কয়েকটা চুনোপুঁটি নেতার কথা মানবো?’

Mamata Banerjee

Mamata Banerjee

প্রসঙ্গত রাজ্যের মা-বোনেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই রাজ্য জুড়ে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। সুপারহিট সেই প্রকল্পের প্রসঙ্গ টেনেই এদিন মুখ্যমন্ত্রী বললেন, ‘ যারা বলেছিল আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দালালি করি। তাদের মুখে জামা ঘষে দিয়েছি। কিছু চালু করা হলে তোমরা বন্ধ করে দাও। কিন্তু আমরা চালিয়ে যাই। আগামী দিনে আরো দেওয়া হবে। আমার মা বোনরা কারও কাছে হাত পাতবে না। আমরা ভোটের সময় আসি না। ৩৬৫ দিন পাশে থাকি’। একই সাথে এদিন তফশিলিদের চাকরির ক্ষেত্রে মামলা নিয়েও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। ২৬ হাজার শিক্ষকদের পাশে থেকে সরকার এগোবে বলেও আজ বার্তা দিয়েছেন দলনেত্রী।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর