বিজেপি নেতাদের বিরুদ্ধে নিতে পারবে না কঠোর পদক্ষেপ! সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মমতা সরকার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের মুখে আরও বড় ধাক্কা পেল মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সরকার। রাজ্য সরকার বা রাজ্য পুলিশ বিজেপি নেতাদের বিরুদ্ধে নিতে পারবে না কঠোর পদক্ষেপ, এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করার অধিকার থাকলেও, গ্রেফতার করতে পারবে না রাজ্য পুলিশ, সরাসরি জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

সামনেই একুশের নির্বাচন। তার বহু আগে থেকেই বিজেপি নেতারা বহুবার অভিযোগ জানিয়েছেন, রাজ্য পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে তাদের হেনস্থা করে। পাশাপাশি তৃণমূল দলে যেভাবে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, তাতে করে নির্বচানের পূর্বে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী আরও ভয়ঙ্কর কোন পদক্ষেপ নিতে পারেন। অকারণেই জেলে ঢোকাতে পারেন বিজেপি নেতৃত্বদের।

এই সকল অভিযোগকে একত্রিত করে সুপ্রিম কোর্টের দারিস্থ হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ মেনন। পাশাপাশি তিনি আরও জানান, অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ মোট ৫ জনের বিরুদ্ধে বাংলার বিভিন্ন থানায় প্রায় ১১৪ টি মামলা দায়ের করা আছে। নিজেদের কিছুটা নিরাপত্তার খাতিরে সুপ্রিম কোর্টের দারিস্থ হয়েছিলেন অরবিন্দ মেনন।

এই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়- অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ মোট ৫ জনের বিরুদ্ধে কোনরকম কঠিন পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য পুলিশ এবং সরকার। কোন তদন্তের প্রয়োজনে তাদের জেরা বা জিজ্ঞাসাবাদ করার অধিকার থাকলেও, থাকছে না গ্রেফতার করার অধিকার। নিতে পারবে না কোন কঠোর পদক্ষেপ। ভোটের আগে আরও একবার সরগরম হয়ে উঠল বঙ্গ রাজনীতি।

X