‘আমি এ সব পছন্দ করি না!’ রাহুলের গাড়ির কাঁচ ভাঙা নিয়ে নীতীশের কোর্টে বল ঠেললেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কর্মসূচিতে বাংলায় এসেই বড় বিপদের সম্মুখীন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিহার থেকে মালদা ঢুকতেই ইঁট ছুঁড়ে ভেঙে দেওয়া হয় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ। গাড়িতে রাহুলের সাথে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে অধীর বুঝিয়ে দিয়েছেন যে, এই ঘটনায় তিনি তৃণমূলকেই দায়ি করছেন।

আর এবার এই ঘটনায় মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্ট কথায় তিনি জানিয়ে দিয়েছেন যে, এই ঘটনাকে তিনি মোটেও সমর্থন করেননা। এবং এর সাথে তৃণমূলের কোনও যোগসূত্রও নেই‌। বরং এই ঘটনায় তিনি নিশানা করেছেন নীতীশ কুমারের দিকে। তার কথায়, ঘটনাটি বাংলায় নয় বরং ঘটেছে বিহারে।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সকালে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কর্মসূচি নিয়ে বিহার থেকে বাংলায় প্রবেশ করেন রাহুল গান্ধী। দেখা যায় রাহুলের কালো রঙের বিলাসবহুল গাড়ির পেছনের কাঁচটি ভাঙা। এইদিন গাড়িতে বসে বসেছিলেন অধীর চৌধুরীও। ঘটনাপ্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘কে করেছে বুঝে নিন।’ একই সাথে অধীরের অভিযোগ, প্রথম থেকেই রাহুলের সাথে অসহযোগীতা করে চলেছে বাংলার সরকার।

আরও পড়ুন : জমি বিতর্কে জয়ী অমর্ত্য সেন, ‘নোটিশ ভিত্তিহীন’, বিশ্বভারতীর নোটিশ খারিজ করে বলল সিউড়ি কোর্ট

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, ‘হেলিকপ্টারে আসতে আসতে আমি মেসেজ পেলাম। কংগ্রেসের এক নেতা নাকি…’। তৃণমূল সুপ্রিমোর আরও সংযোজন, ‘রাহুলের নামটা বলেই দিই। ও আমার চেয়ে বয়সে ছোট। ওর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি এ সব পছন্দ করি না। তবে পরে শুনলাম, ওটা কাটিহারের (বিহার) ঘটনা।’

তৃণমূল নেত্রীর কথায়, এই ঘটনা বাংলায় আসার আগেই ঘটেছে। অর্থাৎ গাড়ির ভাঙা কাঁচ নিয়েই মালদহে ঢুকেছেন রাহুল। অর্থাৎ বাংলার মানুষ এই নক্ক্যরজনক ঘটনার সাথে যুক্ত নয়। এমনকি বিহার মুখ্যমন্ত্রীর নাম নিয়েই তিনি বলেন, ‘বিহারে সবে নীতীশ কুমারের দল বিজেপির দিকে ঝুঁকছে। ওরা এক হচ্ছে। ওদের রাগ আছে। তাই এ সব ঘটতে পারে।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর