আইন নিয়ে পড়াশোনা করে শেষমেশ ট্রাক চালক! এই মহিলার জীবন যেন ট্র্যাজেডি সিনেমার চিত্রনাট্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জীবনে চলার পথে আসে বাধা। সেই বাধাকে দূর করে এগিয়ে চলার নামই জীবন। মানুষের জীবন যে কখন কীভাবে বদলে যায় তা কেউ আগে থেকে আন্দাজ করতে পারে না। যোগিতা রঘুবংশীও (Yogita Raghuvanshi) ভাবতে পারেননি যে তার জীবনও বদলে যাবে এভাবে। আইন নিয়ে স্নাতক পাশ করার পর যোগিতার বিয়ে হয় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীয়ের সাথে।

খেল দেখাচ্ছেন যোগিতা রঘুবংশী (Yogita Raghuvanshi)

সচ্ছল সংসারে বেশ ভালোই কাটছিল যোগিতার জীবন। তবে সুখ বেশিদিন স্থায়ী হয়নি। স্বামীর আকস্মিক প্রয়াণে দিশেহারা হয়ে পড়েন যোগিতা। সংসারের হাল ধরার জন্য যোগিতা যোগদান করেন স্বামীর ট্রাকের (Truck) ব্যবসায়। ট্রাক চালানোর জন্য নিয়োগ করেন ড্রাইভারও। তবে চিরকাল ঘর-সংসার সামলে আসা যোগিতা লাভের মুখ দেখতে পাচ্ছিলেন না কিছুতেই।

Yogita Raghuvanshi

অবশেষে তিনি সিদ্ধান্ত নেন নিজেই ট্রাক চালাবেন। একজন ড্রাইভারের বেতন বাঁচানোর উদ্দেশ্যে যোগিতা (Yogita Raghuvanshi) শুরু করেন ট্রাক চালানো। যে মেয়েটা কোনও দিন গাড়ির স্টিয়ারিংয়ে অব্দি হাত দেয়নি, সেই নিতে শুরু করে ট্রাক চালানোর প্রশিক্ষণ। আমাদের দেশে এখনো পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের গাড়ি চালানোকে সোজা চোখে নেয় না।

আরোও পড়ুন : মদ না পেয়ে একি কাণ্ড! মাঝরাতে ছুরি-কাঁচি নিয়ে ছাদ থেকে ঝাঁপ রোগীর, তারপর?

যোগিতাও মুখোমুখি হয়েছিলেন নানান বিদ্রূপ-কটাক্ষের। তবে সেসবকে পাত্তা না দিয়ে যোগিতা ঠিক করে ফেলেছিলেন নিজের যাত্রাপথ। যোগিতা জানান, তিনি আইন (Law) নিয়ে পড়াশোনা করেছেন। তবে আইনের পথে গেলে তাকে কমপক্ষে পাঁচ বছর জুনিয়র আইনজীবী হিসেবে কাজ করতে হত।

এতটা সময় ছিল না তার কাছে। সংসার চালানোর জন্য তাকে বেছে নিতে হয় স্বামীর ট্রাকের ব্যবসা। শুধু ট্রাক চালানো নয়, যোগিতা স্বামীর ট্রাকের ব্যবসাও এখন সামলাচ্ছেন সমান দক্ষতার সাথে। যোগিতা ছক কষা পুরুষতান্ত্রিক সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে, তৈরি করে ফেলেছেন নতুন সংজ্ঞা। আগামী দিনে হাজার হাজার মহিলা যোগিতাকে দেখে যে অনুপ্রাণিত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X