বাংলা হান্ট ডেস্ক: অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন হতে আর বাকি মাত্র কিছু সময়। তারপরেই মহাসমারোহে সম্পন্ন হতে চলেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসব। যেটির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রবিবার অর্থাৎ ২১ জানুয়ারি, তামিলনাড়ুর ধনুশকোডিতে অবস্থিত আরিচল মুনাই পরিদর্শন করেন এবং সমুদ্র সৈকতে পুষ্পাঞ্জলি করেন।
বিশ্বাস করা হয় যে, ধনুশকোডি সেই জায়গা যেখানে ভগবান রাম রাবণকে পরাজিত করার শপথ নিয়েছিলেন। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এ প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ভগবান শ্রী রামের জীবনে বিশেষ তাৎপর্য ধারণকারী আরিচল মুনাইতে থাকার সুযোগ হয়েছে। এটি রাম সেতুর সূচনা বিন্দু।”
উল্লেখ্য যে, এর আগে শ্রী কোথান্দারামা স্বামী মন্দিরে পুজো দেন মোদী। কোথান্দারামা নামের অর্থ হল ধনুকের সাথে রাম। এই মন্দির ধনুশকোডিতে অবস্থিত। কথিত আছে যে, রাবণের ভাই বিভীষণ এখানে প্রথমবার রামের সাথে দেখা করেন এবং তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। এদিকে, সোমবার অর্থাৎ ২২ জানুয়ারি অযোধ্যায় সম্পন্ন হতে চলা রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে প্রধানমন্ত্রী মোদী ধনুশকোডি পৌঁছে যান। এর আগে শনিবার অর্থাৎ ২০ জানুয়ারি তিনি তিরুচিরাপল্লীর শ্রী রঙ্গনাথস্বামী মন্দির এবং রামেশ্বরমের শ্রী আরুলমিগু রামনাথস্বামী মন্দির পরিদর্শন করেছিলেন।
আরও পড়ুন: শ্রেয়স-গিল নয়, ভরসা সেই রিঙ্কুই! ইংল্যান্ডের বিরুদ্ধে ঘটবে অভিষেক, চূড়ান্ত হল ভারতীয় দল
এদিকে, অযোধ্যায় অনুষ্ঠিত হতে চলা ওই জমকালো অনুষ্ঠানকে সামনে রেখে শহরের নিরাপত্তা বাড়িয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। হিন্দুস্তান টাইমসের মতে, লখনউ অঞ্চলের ADG পীযূষ মোর্দিয়া জানিয়েছেন যে, সরযূ নদীতে নৌকোর মাধ্যমে টহল দেওয়া হচ্ছে এবং আকাশ থেকে পর্যবেক্ষণের জন্য ড্রোন মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: কাকতালীয় ঘটনা! ১৫০ বছর ধরে এই সম্প্রদায় জানে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন! হয় বিশেষ উৎসবও
প্রসঙ্গত উল্লেখ্য যে, অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে ভগবান রামলালার মূর্তি রাখা হয়েছে। ওই মূর্তি তৈরি করেছেন মহীশূরের ভাস্কর অরুণ যোগীরাজ। মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা এবং মূর্তিটির ওজন হল ১.৫ টন। ভগবান রামকে মূর্তিটির মাধ্যমে পাঁচ বছরের শিশু হিসেবে উপস্থাপিত করা হয়েছে। এদিকে, প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের পর রামলালাকে দেওয়ার জন্য “৫৬ ভোগ প্রসাদ”-ও লখনউ থেকে অযোধ্যায় পৌঁছেছে।