সরকারের পাঠানো টাকা পাননি! এক্ষুনি ফোন করুন মোদি সরকারের হেল্পলাইন নম্বরে

বাংলাহান্ট ডেস্কঃ মোদি সরকারের বরাদ্দ ৬০০০ টাকা পাওয়ার কথা থাকলেও এখনো যাদের একাউন্টে টাকা ঢোকেনি তাদের জন্য এবার হেল্পলাইন নম্বর চালু করল মোদি সরকার। সরকার জানিয়েছে, নাম ভুল বা ব্যাংকিং তথ্যে ভুল থাকার কারনে বহু মানুষেত একাউন্টে টাকা পাঠানো সম্ভব হয় নি। যারা টাকা পাননি তারা এই হেল্পলাইন নম্বরে ফোন করলেই সাহায্য পাবেন।

money 1

২০২০ সালের ২৪ শে মার্চ থেকে এখন পর্যন্ত মোদি (modi) সরকার কৃষকদের সহায়তার জন্য প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প এর আওতায় 17,793 কোটি টাকা সাহায্য করেছে। সরকারের এই পদক্ষেপে প্রায় ৮.৮৯ কোটি কৃষক পরিবার উপকৃত হয়েছে। করোনা ভাইরাসের কারনে বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি গোটা দেশ। এই বিপুল অর্থনৈতিক ক্ষতি থেকে কৃষকদের স্বস্তি দেওয়ার জন্য মোদি সরকার এই সপ্তাহে কৃষকদের ব্যাংক একাউন্টে ২০০০ টাকা করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।

প্রধানমন্ত্রী কৃষান সম্মান নিধি প্রকল্পের আওতায় নিবন্ধিত কৃষকদের কাছে এই টাকা প্রেরণ করা হয়েছে। অতি দ্রুত ৯ কোটি কৃষকের কাছে টাকা পৌঁছে গিয়েছে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) এর মাধ্যমে একদিনেই 16০০ কোটি টাকা হস্তান্তর করা হয়েছিল বলে আগেই জানিয়েছিলেন।

এই মুহুর্তে দেশের প্রায় ৯ কোটি কৃষক প্রধানমন্ত্রী কৃষান সম্মান নিধির অধীনে নিবন্ধিত হয়েছেন। করোনার কঠিন পরিস্থিতিতে কৃষক পরিবারগুলিতে 18 হাজার কোটি টাকার সহায়তা সরাসরি সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে । দেশে প্রায় সাড়ে ১৪ কোটি কৃষক রয়েছেন, তবে সকলে এই প্রকল্পের সাথে যুক্ত নন। এখনো কেন্দ্রের তরফ থেকে ৫ কোটির বেশী কৃষকের ভেরিফিকেশন করা হয় নি। প্রসঙ্গত, লকডাউনের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারমণ এবং প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও অর্থনৈতিক প্যাকেজে কিসান সম্মান নিধির কথা উল্লেখ করেছিলেন।

একনজরে ফোন নম্বর গুলি

PM-KISAN helpline number 011-24300606

PM Kisan Toll Free Number: 18001155266

PM Kisan Helpline Number: 155261

PM Kisan Landline Numbers: 011—23381092, 23382401

PM Kisan has another helpline: 0120-6025109

Email ID: pmkisan- ict@gov.in


সম্পর্কিত খবর