বাংলা হান্ট ডেস্ক : হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই মুক্তি পেতে চলেছে ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee) অভিনীত নতুন ছবি ‘রক্তবীজ’ (Raktabeej)। বহুদিন পর পর্দায় ফিরছেন কিংবদন্তি এই অভিনেতা। টলিউ-বলি-হলি__সব জায়গাতেই যার সমান দখল, সেই ভিক্টর আজ বহুদিন হল বাংলা ইন্ডাস্ট্রির ছায়া মাড়াননা। অভিনেতার কাজের ব্যাপ্তি সত্যিই বিশাল। সম্প্রতি এই অভিনেতাই রাজনৈতিক মন্তব্য (Political Statement) করে শোরগোল ফেলে দিলেন সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত উল্লেখ্য, সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘ঘরে বাইরে’তে তার নিখিলেশ চরিত্রটি আজও গেঁথে আছে দর্শকমননে। এছাড়া ‘লাঠি’ ছবিতে একজন নীতিপরায়ণ শিক্ষক এবং বাড়ির প্রধান কর্তার ভূমিকায় ভিক্টরের অভিনয় বঙ্গমানসে ব্যাপক প্রভাব ফেলেছিল। তবে একটা সময় পর নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছিলেন অভিনেতা। ভক্তরা বলে, বাংলা ইন্ডাস্ট্রি নাকি খাঁটি সোনা চিনতে পারেনি।
তবে দীর্ঘদিন পর হলেও অভিমান সরিয়ে আবারও পর্দায় ফিরেছেন অভিনেতা। যা নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। বিশেষ করে ভিক্টর ব্যানার্জির রাজনৈতিক মন্তব্য নিয়ে চলছে তুমুল তরজা। আসলে বর্তমানে টলিউডের বেশিরভাগ নায়ক-নায়িকাই তৃণমূলে যোগ দিয়েছেন। তারমধ্যেই জনাকয়েক আছেন যারা হয় বিজেপি সাপোর্ট করেছেন আর নয়তো সিপিএম।
তবে একথা হয়ত অনেকেই জানেননা যে, বঙ্গে যখন বিজেপির টিকিও ছিলনা তখন থেকেই দলটাকে ভালোবাসেন ভিক্টর। যদিও বর্তমানে তিনি আর ভারতীয় জনতা পার্টির কোনও সদস্য নন। তবে সমর্থন তো এখনও করেন। আর সেটা তার কথাতেই স্পষ্ট। এইদিন প্রচন্ড আত্মবিশ্বাসের সাথেই তিনি বললেন,২০২৯ সালের লোকসভা নির্বাচনেও নরেন্দ্র মোদী জিতবেন। এরই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেবল হতাশাই ঝরে পড়ল তার গলায়।
আরও পড়ুন : ‘পোজ দিচ্ছেন অনুষ্কা, ছবি তুলছেন অরিজিৎ’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারত-পাক ম্যাচের বিশেষ মুহুর্ত
এইদিন ভিক্টর ব্যানার্জিকে প্রশ্ন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেমন লাগে? অভিনেতার জবাব ছিল, ‘বামেরা এই রাজ্যে রক্তবীজের চাষ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই বীজগুলি লালন-পালন করে আরও বড় করে তুলেছেন। এখন ওর হাত থেকে সবকিছু বেরিয়ে গিয়েছে। রাজ্যের বেহাল অবস্থা করে ছেড়েছে। আগে বাঙালির একটা ইজ্জত ছিল গোটা দেশ তথা বিশ্বের কাছে। আজ সব শেষ।’
আরও পড়ুন : ঠোঁটে সিগার, হাতে শ্যাম্পেনের গ্লাস! শশী থারুরের সঙ্গে ছবি ভাইরাল হতেই রেগে অগ্নিশর্মা মহুয়া
তবে বঙ্গ বিজেপিরও যে সেরকম কোনও উজ্জ্বল ভবিষ্যৎ তিনি দেখতে পাচ্ছেননা সেটাও জানিয়ে দিলেন। যদিও মোদী বন্দনা কিন্তু অব্যহত ছিল। প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট হলেও কোনও লাভ নেই। ২০২৪-এ তো বটেই, ২০২৯ সালের লোকসভা ভোটেও নরেন্দ্র মোদী জিতবেন। অল্প মার্জিনে হলেও জিতবেন। আর আমরা এতবছর অনেক পাপ করেছি। এখন মোদী এসে সেগুলি ধুয়ে দিচ্ছেন। ভদ্রলোককে আরও কিছুটা সময় দেওয়া হোক।’