‘মানি হায়েস্ট’এর আদলে বলিউড ছবি, শাহরুখ-আয়ুষ্মানকে ছাপিয়ে প্রফেসরের চরিত্র পেলেন অর্জুন রামপাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনে বহু ওয়েব সিরিজই জনপ্রিয় হয়েছিল। তবে স্প‍্যানিশ ওয়েব সিরিজ ‘মানি হায়েস্ট’ (money heist) এর মতো বিশ্বজোড়া উন্মাদনা হয়তো অন‍্য কোনো সিরিজকে নিয়েই হয়নি। ‘বেলা চাও’ এর সুরে মেতেছে তারকা থেকে আমজনতা। তবে প্রথম থেকেই কিন্তু সিরিজটি নিয়ে এত মাতামাতি হয়নি। পরে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হতেই তুঙ্গে ওঠে এই সিরিজের জনপ্রিয়তা।

মাস কয়েক আগে রিলিজ হয়েছে সিরিজের পঞ্চম সিজন। জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে প্রফেসর, টোকিও, নাইরোবি, বারলিনের মতো চরিত্ররা। অনেক আগে থেকেই বলিউডে এই সিরিজের হিন্দি সংষ্করণ বানানোর দাবি উঠছিল। প্রসফেসরের চরিত্রাভিনেতা হিসেবে দৌড়ে সবার আগে ছিলেন শাহরুখ খান এবং আয়ুষ্মান খুরানা। সাম্প্রতিক খবর অনুযায়ী বাস্তবিকই বলিউডে তৈরি হচ্ছে মানি হায়েস্টের আদলে তৈরি ছবি।


জনপ্রিয় পরিচালক জুটি আব্বাস মস্তান তৈরি করছেন ‘থ্রি মাঙ্কিজ’। তবে এখানে প্রফেসরের চরিত্রে কিন্তু শাহরুখ কিংবা আয়ুষ্মান নেই। দুই অভিনেতাকেই টেক্কা দিয়ে বাজি মেরেছেন অর্জুন রামপাল (arjun rampal)। মানি হায়েস্টের মতোই ছবির গল্প এক প্রফেসর এবং তিনজন ডাকাতকে ঘিরে আবর্তিত। তাঁদের উদ্দেশ‍্য এক হলেও গোপনে নিজ নিজ স্বার্থসিদ্ধিই তাদের লক্ষ‍্য।

খবর মিলেছে, চলতি মাসের শেষের দিকেই এই ছবির শুটিং শুরু হচ্ছে। মুম্বই থেকেই মূলত শুরু হবে শুটিং। গোটা দেশ জুড়েই হবে শুটিং। জানা গিয়েছে, আগামী বছরের শেষে মুক্তি পাবে এই ছবি। তবে এখনো অন‍্যান‍্য চরিত্রগুলির জন‍্য কোনো অভিনেতা অভিনেত্রীর নাম ঘোষনা করা হয়নি।


গত বছরের মে মাসে খোদ মানি হায়েস্টের পরিচালক অ্যালেক্স রড্রিগো নির্বাচন করেছিলেন ভারতীয় সংষ্করণের জন‍্য তাঁর পছন্দের চরিত্রাভিনেতাদের‌। একটি ইউটিউব চ‍্যানেলের সাক্ষাৎকারে রড্রিগোকে বেশ কয়েকজন ভারতীয় অভিনেতার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয় মানি হায়েস্টের কোন চরিত্রের জন‍্য কোন অভিনেতাকে নির্বাচন করবেন তিনি।

উত্তরে পরিচালক শাহরুখ খানকে নির্বাচন করেন বার্লিনের চরিত্রে ও আয়ুষ্মান খুরানাকে পছন্দ করেন প্রফেসরের চরিত্রের জন‍্য। রড্রিগো জানান, এই নির্বাচন একেবারেই সহজ কাজ ছিল না তাঁর জন‍্য। তবে অভিনেতাদের অভিনয় দেখে তিনি এই সিদ্ধান্ত নেননি। বরং নিয়েছেন তাঁদের লুক দেখে।

সম্পর্কিত খবর

X