ক্যান্সার কেড়েছে স্বামীর প্রাণ, নিজের প্রতিভায় দাঁড় করিয়েছেন ব্যবসা! আম্বানিদের এই বোনকে চেনেন?

বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পর ভারতের সব থেকে ধনী পরিবারের কনিষ্ঠ সন্তান অনন্ত আম্বানি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। মুকেশ আম্বানির (Mukesh Ambani) পুত্রের বিয়ে নিয়ে এখন চারদিকে উন্মাদনা তুঙ্গে। রাজকীয় এই বিবাহের অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আসবেন বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বরা। আম্বানি পরিবারের কোনো অনুষ্ঠান হলে সবার নজর থাকে সেই দিকে।

মুকেশ (Mukesh Ambani) ও অনিলের বোন নিনা

তবে আম্বানি পরিবারের সদস্যদের নিয়েও উন্মাদনা কম নয়। মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ভাই অনিল আম্বানিও প্রসিদ্ধ ব্যবসায়ী। অনিল ধীরুভাই আম্বানির ছোট ছেলে। মুকেশ ও অনিল চিরকালই থাকেন লাইম লাইটে। তবে আপনারা জানেন যে মুকেশ ও অনিলের এক বোন রয়েছে? মুকেশ ও অনিলের বোন নিনা কোঠারি দূরে থাকেন লাইম লাইট থেকে।

আরোও পড়ুন : সকালে ব্রাশ করা কি শরীরের পক্ষে ক্ষতিকারক? কি মত চিকিৎসকদের?

তবে নিনা দুই দাদার মতোই ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট প্রতিভার স্বাক্ষর রেখেছেন। নিজের প্রচেষ্টায় নিনা ভারতের অন্যতম সফল একজন মহিলা ব্যবসায়ী। মুকেশ (Mukesh Ambani) ও অনিলের (Anil Ambani) মতোই বিপুল সম্পদের অধিকারিনী তিনি। এইচসি কোঠারি গ্রুপের কর্নধার, ভদ্রশ্যাম কোঠারিকে ১৯৮৬ সালে বিয়ে করেন ধীরুভাই কন্যা নিনা।

 

বর্তমানে তিনি সামলাচ্ছেন কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের চেয়ারপারসনের দায়িত্ব। ব্যবসার জগতে নিনার (Nina Kothari) প্রবেশ ২০০৩ সালে। খুব অল্প সময়ের মধ্যে তিনি গড়ে তুলেছেন বিপুল সাম্রাজ্য। তিনি প্রথমে শুরু করেন জাভাগ্রিন ফুড অ্যান্ড কফি নামে একটি ফ্র্যাঞ্চাইজি। এরপর নিনার জীবনে বড় পরিবর্তন আসে ২০১৫ সালে।

আরোও পড়ুন : লোন নেওয়ার প্ল্যান করছেন? মাথায় রাখুন CIBIL স্কোর নিয়ে RBI’র নয়া নিয়ম

সেই বছর তিনি হারান দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত স্বামী ভদ্রশ্যামকে। তাঁর দুই সন্তান অর্জুন এবং নয়নতারাকে মানুষ করার দায়িত্ব যেমন ছিল নিনার উপর, তেমনই ছিল পারিবারিক ব্যবসা সামলানোর গুরুভার। প্রয়াত স্বামীর পরিবারকে দেখাশোনা করবেন না ব্যবসায় মনোযোগ দেবেন তা নিয়ে বেশ কিছুদিন দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিলেন নিনা।

অবশেষে সংসার সামলেই  ‘কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডে’র দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন নিনা। ২০১৫ সালের ৮ই এপ্রিল নিনা এইচসি কোঠারি গ্রুপের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হন। এটিই ছিল তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি অধ্যায়। আর তারপরেই খবরের শিরোনামে উঠে আসে আম্বানিদের এই বোন।

nina kothari 0000 layer 7 6epj.720

এইচসি কোঠারি গ্রুপের চেয়ারপার্সনের দায়িত্ব ছাড়াও আম্বানিদের বোন সামলাচ্ছেন  ‘কোঠারি পেট্রোকেমিক্যালস লিমিটেড’ এবং ‘কোঠারি সেফ ডিপোজিটস লিমিটেড’ – এই দুই সংস্থার দায়িত্বও। কর্পোরেট শেয়ারহোল্ডিং-এর তথ্য বলছে, নিনা ৫২.৪ কোটি টাকারও বেশি সম্পদের অধিকারিনী। কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের মূলধনের পরিমাণ প্রায় ৪৩৫ কোটি টাকা।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর