বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সোমবার গুরুগ্রাম থেকে সারাদেশে ১ লক্ষ কোটি টাকার প্রায় ১১২ টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর পাশাপাশি, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়াণা অংশেরও উদ্বোধন করেছেন।
দিল্লি এবং গুরুগ্রামের মধ্যে যান চলাচলের উন্নতি হবে: এমতাবস্থায়, এর ফলে ৪৮ নম্বর জাতীয় সড়কে দিল্লি এবং গুরুগ্রামের মধ্যে ট্রাফিক উন্নত হবে এবং যানজট কমাতে সাহায্য করবে। ৮ লেনের দ্বারকা এক্সপ্রেসওয়ের ১৯ কিলোমিটার দীর্ঘ হরিয়াণার অংশটি প্রায় ৪,১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে গত রবিবার জানানো হয়েছে।
পাশাপাশি, এটি দিল্লি-হরিয়াণার সীমান্ত থেকে বাসাই রেল-ওভার-ব্রিজ (ROB) পর্যন্ত ১০.২ কিলোমিটার দীর্ঘ এবং বাসাই রেল-ওভার-ব্রিজ থেকে খেরকি দৌলা পর্যন্ত ৮.৭ কিলোমিটার দীর্ঘ দু’টি রুট নিয়ে গঠিত। এমতাবস্থায়, এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুরুগ্রাম বাইপাসের সাথে সরাসরি সংযোগ স্থাপন করবে।
Today is an important day for connectivity across India. At around 12 noon today, 112 National Highways, spread across different states, will be dedicated to the nation or their foundation stones would be laid. The Haryana Section of Dwarka Expressway will be inaugurated. These… pic.twitter.com/7uS1ETc8lj
— Narendra Modi (@narendramodi) March 11, 2024
একাধিক বড় প্রকল্পের উদ্বোধন: এদিকে, প্রধানমন্ত্রী যে অন্যান্য বড় প্রকল্পগুলি উদ্বোধন করছেন তার মধ্যে রয়েছে দিল্লির নাংলোই-নাজফগড় রোড থেকে সেক্টর ২৪ দ্বারকা পর্যন্ত ৯.৬ কিলোমিটারের ৬ লেন সম্প্রসারণ। এর পাশাপাশি প্রায় ৪,৬০০ কোটি টাকা ব্যয়ে উত্তরপ্রদেশের লখনউ রিং রোডের ৩ টি প্যাকেজ ও হিমাচল প্রদেশে ২১ নম্বর জাতীয় সড়কে কিরাতপুর থেকে নেরচক সেকশন সহ বিভিন্ন রাজ্যে ২০,৫০০ কোটি টাকার ৪২ টি অন্যান্য প্রকল্প রয়েছে।
আরও পড়ুন: চরম ক্ষতি, ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে বড় ধাক্কা পেল মলদ্বীপ, হাহাকার দেশে
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী সারাদেশে বিভিন্ন জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করছেন। যে প্রধান প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তার মধ্যে রয়েছে হরিয়াণার শামলি-আম্বালা হাইওয়ের ৪,৯০০ কোটি টাকার তিনটি প্যাকেজ, পাঞ্জাবের ৩,৮০০ কোটি টাকার অমৃতসর-ভাতিন্ডা করিডোরের দু’টি প্যাকেজ এবং বিভিন্ন রাজ্যের আরও ৩৯ টি প্রকল্প। যেগুলির সম্মিলিত খরচ হল ৩২,৭০০ কোটি টাকা। এমতাবস্থায়, এই প্রকল্পগুলি জাতীয় সড়কের নেটওয়ার্কের বিকাশের পাশাপাশি আর্থ-সামাজিক বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিসহ সমগ্র দেশের আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের প্রসারে সহায়তা করবে।
আরও পড়ুন: দু’দিন ধরে মহাকাশে পাঠানো হবে দু’টো রকেট! চন্দ্রযান-৪-এ হবে বড় ধামাকা, জোর প্রস্তুতি ISRO-র
৮৫ হাজার কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার আহমেদাবাদ সফরের সময়ে ৮৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর পাশাপাশি পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, লখনউ-দেরাদুন, রাঁচি-বারাণসী এবং খাজুরাহো-দিল্লি সহ ১০ টি রুটের বন্দে ভারত ট্রেনকেও সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী।