২১০ কোটির কর ফাঁকি! কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল আয়কর বিভাগ, ভোটের আগে মাথায় বাজ রাহুলদের

বাংলা হান্ট ডেস্কঃ দুয়ারে লোকসভা নির্বাচন (Loksabha Election)। যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকল রাজনৈতিক দল, সেই সময়ই মাথায় বাজ জাতীয় কংগ্রেসের (National Congress)। ২১০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল আইটি দফতর (Income Tax Department)। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন। পাশাপাশি পার্টির যুব উইংয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টও আয়কর বিভাগ ‘ফ্রিজ’ করে দিয়েছে বলে অভিযোগ করেন মাকেন।

এদিন সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করে অজয় মাকেন বলেন, ‘একটাও টাকা খরচের মতো অবস্থা নেই। ইলেকট্রিক বিল, দলীয় কর্মীদের বেতন, কিছুই দেওয়া যাচ্ছে না।’ ‘শুধু ন্যায় যাত্রাই নয়, দলের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে।’ বৃহস্পতিবার একাধিক চেক ফেরত আসায় ফ্রিজ হওয়ার বিষয়টি দল জানতে পারে বলে জানানো হয়।

মাকেনের অভিযোগ, লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসকে বিপাকে ফেলতে আয়কর দফতর এই পদক্ষেপ করেছে। সবটাই প্ৰতিহিংসার রাজনীতি। এদিন জাতীয় কংগ্রেসের মুখপাত্র অজয় মাকেন জানান, দলের নামে ২১০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনে কোনও রকম নোটিস ছাড়াই অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করেছে আয়কর দফতর।

কংগ্রেসের দাবি, লোকসভা ভোটের আগে দলের নির্বাচনী প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতেই এই পদক্ষেপ করা হয়েছে। কংগ্রেসের আইনজীবী বিবেক তনখা জানিয়েছেন, কংগ্রেসের মোট চারটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, ২০১৮-২০১৯ সালের আয়কর দাখিল করতে ৪৫ দিন বিলম্বের কারণে আয়কর দপ্তর এই পদক্ষেপ করেছে।

1218677 Wallpaper2 1655780652304

আরও পড়ুন: হিন্দু মহিলাদের ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ! সন্দেশখালি নিয়ে এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন বলেন, ‘তালাবন্দি করা হচ্ছে দেশকে। দেশের গণতন্ত্র ভেঙে পড়ছে। যেখানে আর কয়েক সপ্তাহ পরেই নির্বাচনের দিন ঘোষণা হবে। সেই সময়ে দাঁড়িয়ে সরকার এই পদক্ষেপ করে কী প্রমাণ করতে চাইছে? বিরোধী দলের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা হচ্ছে।’ আয়কর বিভাগের এই পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেস ‘রাস্তায় নামবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর