বাড়ি বসে অনলাইনেই sbi থেকে ৫ লক্ষ টাকা ঋণ! বিশদে জেনে নিন নতুন এই প্রকল্প সম্মন্ধে

বাংলাহান্ট ডেস্কঃ করোনার কারনে বিপুল ক্ষতির মুখে পড়া অর্থনীতিকে টেনে তুলতে নতুন লোন স্কিম চালু করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (sbi)। এবার বাড়ি বসে অনলাইনে আপনি পেতে পারেন ৫ লক্ষ টাকা অবধি পার্সোনাল  লোন (loan) পেতে পারেন। জেনে নিন কিভাবে

bank counter 636202058 5afa13901d640400363cc341

বাড়িতে বসেই এই পার্সোনাল লোন পাওয়ার পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি অতিরিক্ত সুবিধা দিচ্ছে । বর্তমান পরিস্থিতিতে কোনো গ্রাহক যদি এই লোন এখন নিয়ে থাকেন তাহলে প্রথম কিস্তি পরিশোধ করতে হবে অক্টোবর মাসে। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত কোনো রকম EMI গুনতে হবে না। এসবিআই এর ‘Xpress Credit Personal Loan’ গ্রহন করলে ১০.৫০% হারে সুদ দিতে হবে ঋণ গ্রহীতাকে।

পাশাপাশি, গ্রাহককে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক ও মনোনীত হতে হবে। গ্রাহক হিসাবে মনোনয়ন করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর জন্য গ্রাহকদের একটি SMS করতে হবে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বর থেকে। SMS করতে হবে PAPL (স্পেস ) ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের শেষ ৪ সংখ্যা, এবার সেটিকে পাঠাতে হবে ৫৬৭৬৭৬ নম্বরে। আর এই এসএমএসের উত্তরের ব্যাঙ্ক আপনাকে জানিয়ে দেবে আপনি ঋণ পাওয়ার উপযুক্ত কিনা।

কোনো গ্রাহক যদি মনোয়ন পেয়ে থাকেন তাকে স্টেট ব্যাঙ্কের তরফ থেকে একটি লিঙ্ক পাঠানো হবে এসএমএসের মাধ্যমে। সেই লিঙ্কে ক্লিক করে গ্রাহকরা বিস্তারিত বিবরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে বাড়িতে বসেই পেতে পারেন ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন।


সম্পর্কিত খবর