আধার কার্ড আপডেট নিয়ে নতুন তথ্য দিল UIDAI! বিস্তারিত না জানলেই পড়তে চলেছেন বড় বিপদে

বাংলাহান্ট ডেস্ক : নিয়ম অনুযায়ী আধার কার্ড আপডেট করতে হবে প্রত্যেক ভারতীয়কে। বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সর্বোচ্চ সময়সীমা আগামী ১৪ই মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এবার ইউআইডিএআই আধার কার্ড আপডেট সম্পর্কিত একটি বড় তথ্য সামনে আনল। আধার কার্ড আপডেটের কিছু প্রক্রিয়ায় বদল ঘটানো হয়েছে।

যদিও নতুন এই আপডেটের ফলে নতুন আধার কার্ড তৈরি বা পুরনো আধার কার্ড আপডেট আরো খানিকটা সহজ হয়েছে। অনেক আগেই কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে সকল সুবিধাভোগীর ১০ বছর বা তার পুরনো আধার কার্ড রয়েছে তাদের নতুন করে আপডেট করতে হবে। এটি বাধ্যতামূলক না হলেও ভবিষ্যতে বড় সমস্যা এড়ানোর জন্য যত দ্রুত সম্ভব আধার কার্ড আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরোও পড়ুন : মাত্র কয়েক বছরেই সুপারহিট UPI! এবার দেশজুড়ে এইক্ষেত্রে আনতে চলেছে পরিবর্তন, জানুন বিস্তারিত

২০২৩ সালের জানুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে ১৩৬ কোটি আধার কার্ড রয়েছে ভারতে।এবার আধার কর্তৃপক্ষের তরফ থেকে আলাদা আলাদা ফর্ম বরাদ্দ করা হয়েছে। অনাবাসী ভারতীয়, ভারতীয় নাগরিক, অপ্রাপ্তবয়স্ক ভারতীয়, সবার ক্ষেত্রেই আনা হয়েছে পৃথক আবেদনপত্র। আধার কার্ড আপডেট করার জন্য আপনারা অনলাইন মাধ্যমেও আবেদন জানাতে পারেন। 

আরোও পড়ুন : উত্তরাখণ্ডের মাদ্রাসার সিলেবাসে বড় বদল, ‘ঔরঙ্গজেব নয়, রামকেই চিনুক পড়ুয়ারা’, বলছে ওয়াকফ বোর্ড

এছাড়া স্থানীয় আধার সেন্টারে গিয়েও এই কাজ করতে পারেন সহজেই। এবার চলুন জেনে নেওয়া যাক আধার আপডেট করার জন্য আপনার কত নম্বর ফর্ম প্রয়োজন হবে। ফর্ম-১ ফিলাপ করতে হবে ১৮ বছরের অধিক প্রাপ্তবয়স্ক বা ভারতের ঠিকানা রয়েছে এমন প্রবাসী ভারতীয়দের আধার কার্ড তৈরির জন্য।

update aadhaar card details online for free 1684817003533 1684817003725

আধার কার্ড তৈরি বা আপডেটের জন্য দেশের বাইরের ঠিকানাধারী ভারতীয়দের পূরণ করতে হবে ফর্ম-২।অপ্রাপ্তবয়স্ক ভারতীয় অর্থাৎ যাদের বয়স ৫ থেকে ১৮ এর মধ্যে, তাদের নতুন আধার কার্ড তৈরি বা আপডেটের জন্য পূরণ করতে হবে ফর্ম-৩। ফর্ম- ৫, ৬, ৭, ৮ এবং ৯ রয়েছে অন্যান্যদের জন্য। নতুন আধার কার্ড তৈরি বা আপডেটের জন্য এই ফর্মগুলি ব্যবহার করা যেতে পারে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর