২০১১ সালের পর থেকে কত কোম্পানি বাংলাছাড়া হয়েছে জানেন? সংসদে মোদি সরকারের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, সংখ্যাটা অবাক করবে

Updated on:

Updated on:

Nirmala Sitharaman Slams Bengal Govt in Parliament
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সংসদে শীতকালীন অধিবেশন চলছে। এই শীতকালীন অধিবেশনে বৃহস্পতিবার রাজ্যসভা উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) মন্তব্যে। রাজ্যের উন্নতি, তৃণমূল সরকারের ভূমিকা, কেন্দ্রীয় অনুদান, সবকিছু নিয়েই একের পর এক তীব্র প্রশ্ন তোলেন অর্থমন্ত্রী।

শীতকালীন অধিবেশনে পশ্চিমবঙ্গ সরকার কে কড়া ভাষায় আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর (Nirmala Sitharaman)

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারকে কঠোর ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি বলেন, কেন্দ্র সবসময় পশ্চিমবঙ্গকে সাহায্য করেছে, কিন্তু তৃণমূল সরকার এমন সব সিদ্ধান্ত নিচ্ছে, যা রাজ্যের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। রাজ্যসভায় কেন্দ্রীয় আবগারি (সংশোধন) বিল, ২০২৫ নিয়ে আলোচনা চলাকালীন তিনি বলেন, “মোদী সরকার কখনও পশ্চিমবঙ্গকে উপেক্ষা করেনি। আসলে তৃণমূলই বাংলার মানুষের ক্ষতি করছে।” অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) জানান, ২০১৯ সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বেরিয়ে গিয়েছে। তিনি প্রশ্ন তোলেন “এটা কি বাংলার সাধারণ মানুষের জন্য ভালো সিদ্ধান্ত?”

শিল্পের প্রসঙ্গ তুলেও নির্মলার (Nirmala Sitharaman) অভিযোগ ছিল গুরুতর। তিনি বলেন, ২০১১ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য ছেড়ে চলে গিয়েছে ৪৪৮টি তালিকাভুক্ত কোম্পানি এবং ৬,৪৪৭টি তালিকাভুক্ত নয় এমন সংস্থা। তাঁর মতে, এটাই ইঙ্গিত দেয় যে শিল্পের পরিবেশ রাজ্যে ভালো নেই।

এরপর কেন্দ্রীয় অর্থ বরাদ্দের হিসেব তুলে ধরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) বলেন, ২০১৪ সাল থেকে পশ্চিমবঙ্গ কর বিচ্যুতি হিসেবে ৫.৯৪ লক্ষ কোটি টাকা পেয়েছে, যা আগের দশ বছরের তুলনায় ৪.৪ গুণ বেশি। রাজ্যে এইমস কল্যাণী তৈরি হয়েছে এবং কেন্দ্রীয় স্পনসরড স্কিমের আওতায় ১১টি মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিন রেলের উন্নয়ন নিয়েও লম্বা তালিকা দেন অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে পশ্চিমবঙ্গ রেকর্ড ১৩,৯৫৫ কোটি টাকার রেল বাজেট পেয়েছে, ২০০৯-১৪ সালের তুলনায় যা প্রায় তিনগুণ। এছাড়া রাজ্যে ৩,৮৪৭.৫ কোটি টাকা ব্যয়ে ১০১টি অমৃত ভারত স্টেশন তৈরি হচ্ছে। আরও জানান, ১,৬৫০ কিলোমিটার রেলপথে বিদ্যুতায়ন হওয়ায় এখন পশ্চিমবঙ্গের ৯৮ শতাংশ রেললাইন বিদ্যুতায়িত।

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত রাজ্যে ২,৩০০ কিলোমিটারের বেশি জাতীয় সড়ক তৈরি হয়েছে বলেও তথ্য দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এছাড়া ২০২৪ সালের অগাস্টে বাগডোগরা বিমানবন্দরের উন্নয়নের জন্য ১,৫৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে কেন্দ্র।

Nirmala Sitharaman Slams Bengal Govt in Parliament

আরও পড়ুনঃ ডিম ৮ টাকা! সাড়ে ৬ টাকার বরাদ্দে কি মিলবে? ক্ষোভ মিড ডে মিল নিয়ে

তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বলেন, কেন্দ্র CRIF ফান্ড বন্ধ করেনি। তাঁর মতে, ২০০২-০৩ সাল থেকে কেন্দ্র মোট ১৩.২৫ লক্ষ কোটি টাকা এই ফান্ড থেকে বিভিন্ন রাজ্যে দিয়েছে। এটা ১২.৬২ লক্ষ কোটি টাকার সেস আদায়ের প্রায় সমান। MGNREGA নিয়ে তিনি জানান, ২০০৬-০৭ থেকে ২০১৩–১৪ পর্যন্ত পশ্চিমবঙ্গ পেয়েছিল ১৪,৯৮৫ কোটি টাকা। আর ২০১৪-১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত কেন্দ্র দিয়েছে ৫৪,৪১৬ কোটি টাকা, যা আগের তুলনায় ২৬১ শতাংশ বেশি। তাঁর দাবি, এটি প্রমাণ করে যে কেন্দ্র বাংলার শ্রমিকদের কাজের দাবি পূরণে গুরুত্ব দিচ্ছে।