বাংলাহান্ট ডেস্ক: মাস পেরোলে জন্মদিন নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্তের (Yash Dasgupta) একরত্তি ছেলে ঈশান জে দাশগুপ্তর। এক বছরে পা দেবে পুঁচকে। গত বছর অগাস্ট মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন সাংসদ অভিনেত্রী। অনেক রাখঢাক করেও লুকোতে কিছুই পারেননি দুজনে। তবে সোশ্যাল মিডিয়ায় গর্ভাবস্থার ছবি শেয়ার না করলেও শহরের আনাচে কানাচে একসঙ্গে ঘুরে বেড়াতেন নুসরত যশ।
নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার, যশের সঙ্গে তাঁর সম্পর্কের লুকোছাপা একটানা খবরের শিরোনামে ছিলেন নুসরত। সন্তানের জন্ম পর্যন্ত একসঙ্গে কোনো ছবি দেননি। ছেলের বাবা হিসাবে যশের নাম জানানোর পর অবশ্য আর কিছুই লুকোনোর প্রয়োজন মনে করেননি নুসরত। যশকেই স্বামী হিসাবে মেনে নিয়েছেন তিনি।
তবে গর্ভাবস্থার সময়ে যশের উপরে বেশ রেগেই ছিলেন নুসরত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার আগে পর্যন্ত তাঁর ওজন ছিল ৪৭ কেজি। কিন্তু অন্তঃসত্ত্বাকালীন হরমোনের প্রভাবে অষ্টম মাসে ওজন বেড়ে দাঁড়ায় ৭৫ কেজিতে। ফিটনেস ফ্রিক নুসরত যশের উপরেই রেগে গিয়েছিলেন। সর্বক্ষণ বলতেন, তাঁর জন্যই আজ এই অবস্থা। এত ওজন বেড়ে গিয়েছে।
তবে অভিনেতা নুসরতকে কথা দিয়েছিলেন, চিকিৎসক অনুমতি দিলেই নায়িকার আগের সেই ছিপছিপে তন্বী চেহারা তিনি ফিরিয়ে দেবেন। অভিনেত্রীর সাম্প্রতিক ছবিগুলোই সাক্ষী যে তিনি কতটা ফিট হয়ে গিয়েছেন আগের থেকে।
অবশ্য সন্তান জন্মের পরেও নুসরতকে দেখে মনেই হত না যে তিনি সদ্য মা হয়েছেন। ওই সময়টা সারাক্ষণ অভিনেত্রীর পাশে পাশে ছিলেন যশ। নিজেদের দিয়েছেন পুরো সময়টা। ঈশানের জন্মের মাত্র কয়েক দিন পরেই কাজে ফিরেছিলেন নুসরত।
ওই সাক্ষাৎকারেই অভিনেত্রী বলেন, তাঁর এই সিদ্ধান্তকে মানতে পারেননি তাঁর বাবা, মা এবং যশ। কিন্তু নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই কাজ শুরু করেছিলেন নুসরত। বাইরের কাজ সামলে ছেলেকেও দেখতেন তিনি। শুটিং সেরে ফিরে সদ্যোজাত সন্তানকে খাইয়ে আবারো কাজে যেতেন নুসরত। তিনি আরো জানান, যশ আর তাঁর মিলিত সিদ্ধান্তেই ঈশানকে সোশ্যার মিডিয়ায় আনা হয় না। তাঁর চান, ঈশান লাইমলাইট হীন শৈশব উপভোগ করুক।