অনন্ত-রাধিকার প্রিওয়েডিং পার্টির খাবারে চুল পেলেন ওরি! ভিডিও ঘিরে তুমুল সমালোচনা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে এসেই পড়েছে আম্বানিদের ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের (Anant Radhika Wedding) দিন। আর মাত্র দুদিন পরেই ১২ ই জুলাই চারহাত এক হতে চলেছে অনন্ত-রাধিকার। তার আগে এই মুহূর্তে আম্বানিদের আলিশান বাড়ি অ্যান্টিলিয়াতে জমিয়ে চলছে প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানে প্রত্যেক দিনই একের পর এক আসর বসছেন নাচ গানের। যার মধ্যমণি হবু দম্পতি অনন্ত-রাধিকা (Anant Radhika Wedding)।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে (Anant Radhika Wedding)

প্রসঙ্গত আম্বানি পরিবারের এই বিয়ের অনুষ্ঠানে কার্যত বসেছে  চাঁদের হাট। বলিউডের নামিদামি তারকাদের পাশাপাশি  হলিউড থেকেও এসেছেন বহু সেলিব্রেটি। একই ছবি ছিল অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং-এও। সেখানে হাজির ছিলেন বলিউডের অন্যতম পরিচিত মুখ ওরি। এই সোশ্যাল মিডিয়ার যুগে তাঁকে  কমবেশি চেনেন সকলেই।  ওরির প্রাণবন্ত কেয়ারফ্রি  ভাব তারকাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া সবটাই একেবারে নজরকাড়া।

তাই বলিউডের একাধিক ইভেন্টে ডাক আসে তাঁর। আর তাই আম্বানি পরিবারের অনুষ্ঠানেও সাদর আমন্ত্রণ ছিল ওরির। কিছুদিন আগে ইতালির এক জাঁকজমকপূর্ণ ক্রুজে অনন্ত-রাধিকার পার্টিতে হাজির ছিলেন ওরি (orry awatramani)। সম্প্রতি তিনি সেই পার্টিরই একটি ক্যান্ডিড লুক শেয়ার করেছেন ওরি। পার্টিতে ওরির সাথেই ছিলেন তাঁর বন্ধু তানিয়া শ্যারোফ।

আরও পড়ুন: ‘বুঝে পা না ফেললে আমারই বদনাম হবে!’, সিরিয়ালে কামব্যাক নিয়ে বিস্ফোরক ইন্দ্রাণী হালদার

অম্বানিদের ওই ক্রুজ পার্টির ভিডিওতে দেখা যাচ্ছে অতিথিদের জন্য বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল খাবার পরিবেশন করা হচ্ছে। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের পাস্তা থেকে সস, চিজ ইত্যাদি। আর সেখান থেকেই অতিথিরা নিজেদের পছন্দের খাবারের স্বাদ নিচ্ছেন। সেখান থেকেই  ওরি তুলে নেন তার পছন্দের বড়া পাও। কিন্তু একি! শেষ পর্যন্ত অম্বানিদের সেই হাই প্রোফাইল পার্টির খাবারে কিনা চুল?

অন্যদিকে  বড়া পাওয়ের মধ্যে চুল নজরে আসতেই তা আরও জুম করে দেখাতে শুরু করেন ওরি। তবে বড়া পাওতে  চুল পাওয়া গেলেও তা কিন্তু একেবারেই ফেলে নষ্ট করেনি ওরি। বরং চুলটা ফেলে দিয়ে চেটেপুটে উপভোগ করেছেন বড়া পাওয়ের স্বাদ। আর পাশ দিয়ে তার বান্ধবী তানিয়া বলে ওঠেন, ‘আমি আরও একটু খাব ভাবলাম কিন্তু এতে তো চুল আছে!’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X