বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের বিজ্ঞান আর টেকনলজি মন্ত্রী ফওয়াদ চৌধুরী বৃহস্পতিবার একটি ট্যুইট করেন, আর তারপরেই সবাই ওনাকে নিয়ে খিল্লি করতে থাকে। কাশ্মীরে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দেওয়ার কথা বলার কারণে উনি সবার কাছে হাসির পাত্র হয়ে ওঠেন। ফওয়াদ চৌধুরী ট্যুইট করে লেখেন, ‘আজ গোটা বিশ্বে ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার, কিন্তু জম্মু কাশ্মীরে এই সুবিধা নেই। আমি SPRACO (পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্ভ কমিশন) কে একটি চিঠি লিখেছি, সেখানে আমি জিজ্ঞাসা করেছি যে, জম্মু কাশ্মীরে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া কি সম্ভব?”
https://twitter.com/FawadPTIUpdates/status/1195003818125221890
শুধু তাই নয়, পাকিস্তানি মন্ত্রী নিজের দেশের মহাকাশ গবেষণা সংস্থার নামই জানেন না। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের মহাকাশ গবেষণা কেন্দ্রর নাম SUPARCO, কিন্তু পাক মন্ত্রী নিজের ট্যুইটে লেখেন SPRACO। এরপর ট্যুইটার ইউজাররা ওনাকে নিয়ে চরম খিল্লি শুরু করে দেয়। তবে এটাই প্রথম না, এর আগে ভারতের চন্দ্রযান-২ মিশনের পর উনি বলেছিলেন, চাঁদ দেখার জন্য এত টাকা খরচ করে কি হবে? চাঁদ তো পৃথিবী থেকেও দেখা যায়।
He should understand concept of this Achievement & Capability ..
Allah ne Muh kuch bhi bakne ko nahi diya hai.. it's ok ! pic.twitter.com/96cdkGcxuu
— KRISHNA PRATAP SINGH (@Myselfkp) November 14, 2019
এক ভারতীয় ট্যুইটার ইউজার ফওয়াদ চৌধুরীকে বলেন, মুখ শুধু উল্টোপাল্টা বকবক করার জন্যই থাকেনা। ভারতীয় ট্যুইটার ইউজার লেখেন, আপনাকে ভারতের উপলব্ধি আর ক্ষমতা সম্বন্ধ্যে ধারণা থাকা উচিত। একজন পাকিস্তানি লেখেন, বালোচিস্তানে গত দেড় মাস থেকে ইন্টারনেট সার্ভিস নেই, আর এই সার্ভিস বিনা কারণেই বন্ধ করা হয়েছে। প্রথমে পাকিস্তানের মানুষকে ইন্টারনেট দিন, আর তারপর অন্যদের কথা ভাবুন।
Panjgur main 1.5 mahiney se internet serivice band hay bagiar kisi reason, khudara phelay apney logon ko internet phr dosron k barey socho pic.twitter.com/pz7aFEfKMW
— Adnan Baloch (@AdnanRahim366) November 14, 2019
আরেকজন পাক মন্ত্রীকে spraco আর SUPARCO এর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেন। আরেকজন লেখেন, এটা খুবই দুঃখজনক ব্যাপার যে, এরকম কম বুদ্ধির মানুষ পাকিস্তানের মন্ত্রী। ইনি পাকিস্তানের স্পেস এজেন্সির নামও জানেন না। এরকম মানুষই ইমরান খানের সরকারকে শেষ করে দিয়েছে।