বাংলাহান্ট ডেস্ক : সন্ত্রাসবাদ সূচকের (Terrorism Index) নিরিখে সামান্য ‘উন্নতি’ বাংলাদেশের। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সন্ত্রাসবাদী কার্যকলাপ কমায় অপেক্ষাকৃত একধাপ অবস্থা উন্নতি হয়েছে ইউনূসের দেশের। সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের রিপোর্ট বলছে, বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান ৩৫ তম স্থানে।
সন্ত্রাসবাদ সূচকের (Terrorism Index) নিরিখে বিভিন্ন দেশের অবস্থান
বাংলাদেশের স্কোর ৩.০৩। বাংলাদেশের থেকে এক ধাপ উপরে অর্থাৎ ৩৪ তম স্থানে রয়েছে আমেরিকা, সূচকে মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট ৩.৫১৭। এই রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের থেকে সন্ত্রাস সূচকে (Terrorism Index) অনেকটাই ‘উপরে’ দিকে অবস্থান করছে জার্মানি, মিশর, তুরস্ক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ইজরায়েলের মতো দেশগুলি।
আরও পড়ুন : একের পর এক “অবিচার”, বছর ঘোরার আগেই বিরাট “ধাক্কা”! জলসার মেগার জন্য দাবি রাখলেন দর্শক
সোজা কথায়, বাংলাদেশের (Bangladesh) থেকে এই দেশগুলিতে সন্ত্রাসের প্রকোপ অনেকটাই বেশি। এই রিপোর্টে বাংলাদেশের থেকে অনেকটাই ‘উপরে’ অবস্থান রয়েছে ভারতের (India)। দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের রিপোর্ট অনুযায়ী ভারতের প্রাপ্ত স্কোর ৬.৪১১। বাংলাদেশের থেকে প্রায় দ্বিগুণ বেশি স্কোর নিয়ে তালিকায় ১৪তম স্থানে রয়েছে ভারত।
আরও পড়ুন : জোর বিপাকে রাহুল গান্ধী! এত টাকা জরিমানা করলেন বিচারক, কোন মামলায়?
গত বছরও এই তালিকায় একই অবস্থানে ছিল ভারত। তবে সন্ত্রাসবাদী কার্যকলাপের আঁতুড় ঘর বলে পরিচিত পাকিস্তানের (Pakistan) অবস্থা আরও সঙ্গীন হয়েছে এই রিপোর্টে। ভারতের থেকে ১২ ধাপ উপরে অর্থাৎ সূচকের দ্বিতীয়স্থানে অবস্থান করছে পাকিস্তান। ২০২৩ সালের তুলনায় সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে পাকিস্তানে। গত বছরের তুলনায় এ বছর ২ ধাপ ‘উপরে’ উঠে এসেছে শেহবাজ শরীফের দেশ।
এই তালিকা অনুযায়ী বিশ্বের সবথেকে সন্ত্রাস কবলিত দেশ আফ্রিকার বুরকিনা ফাসো। তালিকায় পশ্চিম আফ্রিকার এই দেশটি অবস্থান করছে একেবারে শীর্ষে। অন্যদিকে, এই সূচকে একেবারে নিচের দিকে অর্থাৎ সব থেকে কম সন্ত্রাস কার্যকলাপ সংঘটিত দেশের তালিকায় রয়েছে ডেনমার্ক, আর্মেনিয়া, কসোভো, ইথিওপিয়া ,আর্জেন্টিনা, সৌদি আরব, ইতালি, জাপান, ফিনল্যান্ড, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, তাজিকিস্তান, স্লোভাকিয়া, নেপাল, সংযুক্ত আরব আমিরাত।