অনশন মঞ্চে আসতে মুখ্যমন্ত্রী কে বিনীত আবেদন জানালেন পার্শ্বশিক্ষকরা

বাংলা হান্ট ডেস্ক: বেতন ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে। আজ তাঁদের অবস্থান ১৭ দিনে ও অনশন ১৩ দিনে পড়ল। প্রায় প্রতিদিনই অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চার-পাঁচজন করে অসুস্থ হয়ে পড়ছেন। টানা অনশন করে আসা ৩৭ জন শিক্ষক-শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বিছানা ছেড়ে প্রায় উঠতেই পারছেন না কেউ কেউ। তবু চলছে লড়াই। তবে, তাঁরা আর পারছেন না। তাই মুখ‍্যমন্ত্রীকে তাঁদের অনশন মঞ্চে আসার আবেদন জানালেন অনশনকারীরা।

images 7 21

উল্লেখ‍্য, বেতন কাঠামো-সহ একাধিক দাবিতে আন্দোলনে অনড় পার্শ্বশিক্ষকরা৷ পার্শ্বশিক্ষকদের আন্দোলনের সমালোচনায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘এই সরকার পার্শ্বশিক্ষকদের বেতন বাড়িয়েছে৷ অনেক নেতা বড় বড় কথা বলছেন৷ যাঁরা অনশনমঞ্চে গিয়ে বড় বড় কথা বলছেন, তাঁরাই কেন্দ্র থেকে টাকা এনে দিক৷’

উল্লেখ‍্য, বহুদিন ধরে বহু সমস্যার মুখে পড়েছেন SSC-র চাকরিপ্রার্থীরা৷ এ নিয়ে আদালতে বেশ কয়েকবার মামলাও করেছেন তারা। তাদের অভিযোগের তালিকা ভিন্ন ভিন্ন বহু বিভাগে বিভক্ত, কখনও মেধাতালিকা সংক্রান্ত অভিযোগে আদালতে মামলা করেছেন, আবার কখনো ইন্টারভিউ সংক্রান্ত নানান ইস্যুতে৷ এই সমস্ত মামলার জেরে প্রতিনিয়ত নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে সমস্যা৷

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “SSC-তে আমাদের লক্ষ্য স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করা৷ কোর্টের নির্দেশ দেওয়া নিয়ে অনেক দিন নষ্ট হয়ে গেছে৷ প্রতিবার অনেকে কোর্টে গিয়ে তাদের মামলা করে আটকে দিয়েছেন নিয়োগ কার্য৷ আমি আবেদন করছি যারা মেধা তালিকায় আছে , যাদের নিয়োগপত্র পাওয়ার সুযোগ রয়েছে, তাদের সেই সুযোগ পেতে অযথা দেরি করাবেন না৷”

চাকরিপ্রার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রী আরো মন্তব্য করেন, তিনি বলেন “আমরা তো সবাইকে সর্বস্তরে বলেছি যে কোনো অসুবিধা বা অভিযোগ থাকলে আমাদেরকে জানান৷ কিন্তু নিজেদের কার্যসিদ্ধির জন্য অন্যদের নিয়োগ আটকে দেবেন না৷ প্রায় ১৪ হাজার চাকরি প্রার্থীর নিয়োগ রয়েছে৷ সেখানে ১০-১৫ জন কোর্টে গিয়ে অভিযোগ জানিয়ে যদি সেই পদটাকে আটকে দিচ্ছে৷ বিগত চার বছর ধরে একটি মামলা শেষ হচ্ছে তোমাদের থেকে আর একজন কেউ এসে আবার মামলা করে দিচ্ছে৷ আমার শুধু এটাই বলার যে আপনাদের মনে যদি কোন রকম সংশয় থেকে থাকে তাহলে সেটা SSC-র সঙ্গে আলোচনা করুন৷ এমনকি প্রয়োজন পড়লে শিক্ষা দপ্তরের সাথে গিয়েও কথা বলুন৷ কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বেরিয়ে আসবে৷ যদি তার বাস্তবতা থাকে, সত্যতা থাকে মেধা থাকে৷”


Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর