বাংলা হান্ট ডেস্কঃ গত শনিবার এসএসসি (SSC) মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এরপর চারদিনের ওপর সময় কেটে গিয়েছে এবং পরবর্তী সময়ে পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিসভা পদ আদৌ থাকবে কিনা, বর্তমানে সেই প্রশ্নটি ঘিরেই তোলপাড় বঙ্গ রাজনীতি। এর মাঝে গতকাল পরিষদীয় দফতরের প্রদান করা গাড়ি ফিরিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি মন্ত্রিত্ব পদ ছেড়ে দিতে চলেছেন পার্থ? আবার অপরদিকে, আগামীকাল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মন্ত্রিসভার বৈঠকে পার্থকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে দল, সেদিকেও নজর রয়েছে সকলের। এর মাঝে এদিন মন্ত্রিত্ব পদ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন তৃণমূল নেতা।
এদিন জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে মন্ত্রিত্ব পদ ছাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর পাল্টা প্রশ্ন, “কারণ কি?” অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে পদ ছাড়ার ব্যাপারে এক প্রকার অসম্মতি প্রকাশ করলেন তিনি।
তবে এর মাঝেই গত দুদিনে তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’-য় পার্থ চট্টোপাধ্যায়ের নামের পাশে মন্ত্রী কিংবা মহাসচিব পদের উল্লেখ করা হচ্ছে না, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা।
প্রসঙ্গত, যে গাড়িতে করে দশ বছরের ওপরে সময় ধরে বাংলার বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করতেন পার্থ চট্টোপাধ্যায়, গতকাল হঠাৎ সেই গাড়িটি ঢুকে পড়ে বিধানসভা চত্বরে। পরবর্তীতে জানা যায়, বিধানসভার পক্ষ থেকে দেওয়া গাড়িটিই বর্তমানে ফিরিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এরপরেই জল্পনা উঠতে শুরু করে, তবে কি মন্ত্রিত্ব পদ ছেড়ে দিতে চলেছেন পার্থ? উল্লেখ্য, ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর পরিষদীয় দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের ওপর। আইন অনুযায়ী, এরপর থেকেই বিধানসভার গাড়ি নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন পার্থ চট্টোপাধ্যায়। তবে গতকাল আচমকাই সেটি বিধানসভার গ্যারেজে ঢুকে পড়ার পর থেকে বিস্তর জল্পনার সৃষ্টি হয়।
এর মাঝেই আবার আগামীকাল তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকে তাকিয়ে সকলে। একদিকে যখন স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে চলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে দলের অবস্থান কি হয়, সেটাই বর্তমানে লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে বলে মত বিশেষজ্ঞদের।