বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ দুই বছরের ওপর সময় ধরে কারাবাসে কাটিয়ে মাত্র 4 ঘন্টার জন্য এদিন প্যারোলে মুক্তি আর সেই সূত্রে বাড়ি ফিরতেই একপ্রকার বীরের সম্মান পেলো দিল্লি হিংসা কাণ্ডে অন্যতম অভিযুক্ত শাহরুখ পাঠান। পুলিশের দিকে বন্দুক তাক করে হুমকি এবং গুলি ছোড়ার অপরাধে বর্তমানে জেল হেফাজতে রয়েছে সে। তবে এদিন মাত্র চার ঘণ্টার জন্য জেল থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিতেই তার সাথে ঘটে গেল এমন এক কাণ্ড, যা অবাক করেছে সকলকে।
এই সম্পর্কিত একটি ভিডিও বর্তমানে ভাইরাল হয়ে পড়েছে, যেখানে অভিযুক্ত শাহরুখকে ঘিরে বিশাল সংখ্যক জনতাকে উল্লাস করতেও দেখা যায়। এমনকি রাস্তা দিয়ে বাড়ি পৌঁছানো পর্যন্ত তার উদ্দেশ্যে স্লোগান দিতে দেখা যায় সকলকে।
উল্লেখ্য, এই ঘটনার সূত্রপাত ঘটে সংশোধিত নাগরিকত্ব আইন তথা সিএএ আন্দোলনের সময়কালে। 2020 সালের 23 শে ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ মৌজপুর এলাকায় দুই পক্ষের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। একদিকে যেমন সিএএ বিল বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে থাকে, অপরদিকে আবার গেরুয়া ঝান্ডাধারী একদল যুবক প্রতিবাদ করতে থাকে। পরবর্তীতে ইটবৃষ্টি, বোমা ও গুলি চলাকালীন মোহাম্মদ শাহরুখ পাঠান নামের ওই অভিযুক্ত যুবক পিস্তল উঁচিয়ে এগিয়ে যায় পুলিশের দিকে এবং এরপর আট রাউন্ড গুলি ফায়ারও করে সে।
এর কয়েক দিনের মধ্যেই অবশ্য সীলমপুরের ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপর দীর্ঘ দুই বছরের ওপর জেল খাটার পর সম্প্রতি বাবার অসুস্থতার কারণ দেখিয়ে সাময়িক সময়ের জন্য মুক্তি পায় শাহরুখ।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট