বিজেপি শাসিত রাজ্যে সস্তা পেট্রোল-ডিজেল! অন্য রাজ্যগুলির তুলনায় প্রায় ১৫ টাকা কম

বাংলাহান্ট ডেস্ক : পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দাম নিয়ে রীতিমতো কোণঠাসা অবস্থা কেন্দ্রের। আগামী লোকসভা নির্বাচনে এর যে একটা বড় প্রভাব বিজেপির ভোট ব্যঙ্কে পড়তে চলেছে তা বলাই যায়। কিন্তু একটা বিষয় লক্ষ্য করার মতো, বিজেপি শাসিত রাজ্যগুলিতে পেট্রোল-ডিজেলের দাম অন্য রাজ্যগুলির থেকে তুলনামূলক ভাবে কম। অন্তত পরিসংখ্যান তো তাই বলছে।

এর প্রধান কারণ হিসাবে উঠে আসছে কেন্দ্রীয় সরকারের নীতি। ভারত সরকার জ্বালানি তেলের উপর থেকে আবগারি কর কিছুটা কম করায় তা সরাসরি প্রভাব পড়েছে খোলা বাজারের মূল্যে। বিজেপি শাসিত রাজ্যগুলিও যে কেন্দ্রীয় সরকারের সুরেই গাইবে তা বলাই যায়। কিন্তু অবিজেপি সরকার শাসিত রাজ্যগুলি এই ছাড় দেয়নি। ফলে হ্রাস পায়নি তেলের দামও।

দেখে নেওয়া যাক বিজেপি শাসিত রাজ্যগুলিতে তেলের দাম কেমন?

পেট্রোলের দাম (টাকা প্রতি লিটার) :

উত্তরপ্রদেশ – ৯৬.৫৭
উত্তরাখণ্ড – ৯৫.২২
গোয়া – ৯৭.৬৮
মণিপুর – ১০১.১৮
ত্রিপুরা – ৯৯.৪৯
মধ্যপ্রদেশ – ১০৮.৬৫
বিহার – ১০৭.২৪
হিমাচল প্রদেশ – ৯৭.০৫
কর্নাটক – ১০১.৯৪
হরিয়ানা – ৯৬.০২
গুজরাট – ৯৬.৬৩
অসম – ৯৬.০১
অরুণাচল প্রদেশ – ৯২.০২

বিজেপি শাসিত রাজ্যে ডিজেলের মৃল্য –

উত্তরপ্রদেশ – ৮৯.৭৬
উত্তরাখণ্ড – ৯০.২৬
গোয়া – ৯০.২৪
মণিপুর – ৮৭.১৩
ত্রিপুরা – ৮৮.৪৪
মধ্যপ্রদেশ – ৯৩.০৯
বিহার – ৯৪.০৪
হিমাচল প্রদেশ – ৮৩.০২
কর্নাটক – ৮৭.৮৯
হরিয়ানা – ৮৪.৮৬
গুজরাট – ৯২.৩৮
অসম – ৮৪.৮৪
অরুণাচল প্রদেশ – ৮৯.৬৩

অবিজেপি শাসিত রাজ্যে পেট্রোলের মূল্য –

দিল্লি – ৯৬.৭২
ঝাড়খণ্ড – ৯৯.৮৪
ছত্তিসগড় – ১০২.৪৫
তামিলনাড়ু – ১০২.৬৩
কেরল – ১০৭.৭১
পাঞ্জাব – ৯৬.০২
তেলেঙ্গানা – ১০৯.৬৬
মহারাষ্ট্র – ১১১.৩৫
রাজস্থান – ১০৮.৪৮
অন্ধ্রপ্রদেশ – ১০৯.৬৬

অবিজেপি শাসিত রাজ্যে ডিজেলের মূল্য –

দিল্লি – ৮৯.৬২
ঝাড়খণ্ড – ৯৪.৬৫
ছত্তিসগড় – ৯৫.৪৪
তামিলনাড়ু – ৯৪.২৬
কেরল – ৯৬.৫২
পাঞ্জাব – ৮৪.২৬
তেলেঙ্গানা – ৯৭.৮২
মহারাষ্ট্র – ৯৭.২৮
রাজস্থান – ৯৩.৭১
অন্ধ্রপ্রদেশ – ৯৭.৮২

গত শনিবার অর্থাৎ ২১মে ২০২২ পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৭ টাকা শুল্ক কম করে সাধারন মানুষকে একটু স্বস্তির আশা দেখিয়েছে। ভারত সরকারের ঘোষণার পর মহারাষ্ট্র, রাজস্থান এবং কেরলও একই রাস্তায় হেঁটেছে।


Sudipto

সম্পর্কিত খবর