বাংলাহান্ট ডেস্ক : বি. এ তৃতীয় বর্ষের পরীক্ষায় বসার জন্য আবেদন করলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি! কি অবাক হচ্ছেন? হওয়ারই কথা। সম্প্রতি বিহার বোর্ডের বি. এ তৃতীয় বর্ষের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে মূর্ছা যাওয়ার জোগাড় নেট নাগরিকদের।
সূত্রের খবর, বিহারের ওই বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নির্দেশ দিয়েছিল যে বি. এ তৃতীয় বর্ষের পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করতে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদন পত্রের কিছু ছবি দেখে তাজ্জব বনে যান বোর্ডের কর্মীরা। তারা দেখেন কিছু আবেদন পত্রে পরীক্ষায় বসতে চেয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ছবি! পাশাপাশি একটি আবেদন পত্রে দেখা যায় রয়েছে বিহারের রাজ্যপাল ফাগু চৌহানের ছবিও।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমান করছে যে তাদেরই কোন পড়ুয়া হয়তো মজা করতে এই কান্ড ঘটিয়েছে। কর্তৃপক্ষে তরফ থেকে জানানো হয় যে এই কাজ তারা কিছুতেই বরদাস্ত করবে না। এরপর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অভিযোগ জানানো হয় পুলিশে। পুলিশ প্রাথমিক তদন্তের পর এই কাণ্ডের পিছনে জড়িত ছাত্রদের নাম জানতে পেরেছে বলে খবর।
নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের নথিভুক্ত কলেজগুলির মধুবনি, সমস্তিপুর, বেগুসরাই জেলার বিভিন্ন পড়ুয়া এই কান্ড ঘটিয়েছে বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুস্তাক আহমেদ জানিয়েছেন, “পরীক্ষার জন্য অনলাইন ফর্ম ফিলাপের নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে কিছু ছাত্র-ছাত্রী এই দায়িত্বজ্ঞানহীন কান্ড ঘটিয়েছে। তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।”