বাংলা হান্ট ডেস্ক: টাকা মানুষের জীবনে একটি বড় অংশ। যেকোন বিপদ-আপদে টাকার সম্বল থাকলে মাথার থেকে চিন্তা অনেকটাই কমে যায়। যার কারণবশত মানুষ টাকা এমন জায়গা ইনভেস্ট করতে চান যেখান থেকে তিনি ভালো পরিমাণে রিফান্ড পাবেন। বর্তমান দিনে পোস্ট অফিসে (Post Office) বিভিন্ন ধরনের স্কিম চালু হয়েছে। যেখানে আপনি টাকা রেখে ভালো পরিমান সুদের মাধ্যমে টাকা অর্জন করতে পারবেন। তাছাড়া আজকের প্রতিবেদনে রইল আপনি যদি আপনার স্ত্রী’র জন্য পোষ্ট অফিসে এফডি করেন, তাহলে ২ বছরে কত টাকা রিটার্ন পাবেন জানুন।
স্ত্রীর নামে পোস্ট অফিস এফডি? ১ লক্ষ টাকার বিনিয়োগে সুদের হিসাব (Post Office)
বর্তমান দিনে মানুষ বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন যেখানেই তাদের টাকা জমানোয় ভালো সুদ পাওয়া যাবে। তাছাড়া আজ কাল দিনে অনলাইনে জালিয়াতি ও প্রতারণার ঘটনায় বহু মানুষ ইন্টারনেটের মাধ্যমে টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। তাই টাকা বিনিয়োগের ক্ষেত্রে উপযুক্ত জায়গা হয়ে উঠছে পোস্ট অফিস (Post Office)। আর আপনি যদি আপনার স্ত্রীর নামে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে পোস্ট অফিসে দুবছরে কত টাকা উপার্জন করতে পারবেন তা বিষয়ে জেনে নিন।

আরও পড়ুন: রেকর্ড ঠান্ডা বড়দিনে! পাহাড়ে ৩ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, কলকাতাতেও কাঁপুনি—আবহাওয়ার বড় আপডেট
ব্যাংকের ক্ষেত্রে এফডি সবথেকে জনপ্রিয় একটি সঞ্চয় এর প্রকল্প। তাছাড়া ব্যাঙ্কেই বর্তমানে এফডিতে ভাল সুদের হার দেওয়া হচ্ছে। পাশাপাশি সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই সুদের হার আরও বেশি। তবে চাইলে পরিবারের কোন বয়স্ক সদস্যের নামেও এফডি করা যায়। আর এই ধরনের সুবিধা পাওয়া যায় পোস্ট অফিস।
কারণ পোস্ট অফিসের টাইম ডিপোজিট সব গ্রাহকদের জন্য সুদের হার এক। অর্থাৎ পুরুষ মহিলা বা প্রবীণ নাগরিকদের মধ্যে কোন পার্থক্য থাকে না। তাই পোস্ট অফিসে ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত টিডি খোলা যায়। ১ বছরের টিডিতে সুদের হার ৬.৯ শতাংশ।
এছাড়াও ২ বছরের জন্য ৭.০ শতাংশ, ৩ বছরের জন্য ৭.১ শতাংশ এবং ৫ বছরের টিডিতে সুদের হার ৭.৫ শতাংশ। এই স্কিমে ন্যূনতম বিনিয়োগ ১,০০০ টাকা, তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। এছাড়া এবার যদি কেউ পোস্ট অফিসের স্ত্রী’র নামে দু বছরের জন্য এক লক্ষ টাকা টিডি তে রাখে তাহলে দু’বছর পর মোট পাবে ১,১৪,৮৮৮টাকা। যেখানে সুদ হিসেবে পাওয়া যাবে ১৪,৮৮৮ টাকা (Post Office)।












