একী কাণ্ড! কোটি কোটি গ্রাহকদের ঝটকা দিল PNB, নেওয়া হল বড় সিদ্ধান্ত

Published On:

বাংলা হান্ট ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক PNB (Punjab National Bank) এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায়, আপনারও যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোর ঘোষণা করেছে। এই নতুন সুদের হার গত ১ মে, ২০২৫ থেকে প্রযোজ্য হবে। তবে, এই পরিবর্তন সেই রিটেল গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাঁদের আমানত ৩ কোটি টাকার কম। এদিকে, এখন সাধারণ গ্রাহকরা FD-তে ৩.৫০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।

ফের বড় সিদ্ধান্ত নিল PNB (Punjab National Bank):

এদিকে, এর আগে ২০২৫ সালের এপ্রিলেও, এই ব্যাঙ্ক (Punjab National Bank) ৩ কোটি টাকার কম আমানতের ওপর FD-তে সুদের হার পরিবর্তন করেছিল। এবার, ব্যাঙ্কটি কিছু স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী FD-তে সুদের হার সর্বোচ্চ ২৫ বেসিস পয়েন্ট (০.২৫%) কমিয়েছে।

PNB-তে FD-র সর্বশেষ সুদের হার: এই পরিবর্তনের পর, সাধারণ গ্রাহকরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) ৭ দিন থেকে ১০ বছর মেয়াদী FD-তে ৩.৫০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। এদিকে ৩৯০ দিনের FD-তে সর্বোচ্চ সুদ দেওয়া হবে। যেটি হল ৭.১০ শতাংশ।

Punjab National Bank gave a big shock to its customers.

পাশাপাশি, ১৮০ থেকে ২৭০ দিনের জন্য সুদের হার এখন ৬.২৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। একই সময়ে, ২৭১ থেকে ২৯৯ দিনের জন্য, সুদের হার এখন ৬.৫ শতাংশ থেকে কমে ৬.২৫ শতাংশ হয়েছে। যেখানে ৩০৩ দিনের FD-র জন্য সুদের হার এখন ৬.৪ শতাংশ থেকে কমে ৬.১৫ শতাংশ হয়েছে।এছাড়াও, ৩০৪ দিন থেকে ১ বছরের কম সময়ের জন্য, সুদের হার ৬.৫ শতাংশ থেকে কমে ৬.২৫ শতাংশ হয়েছে। এছাড়াও, ১ বছরের FD-র সুদের হার এখন ৬.৮ শতাংশ থেকে কমে ৬.৭ শতাংশ হয়েছে।

আরও পড়ুন: একটানা ১৫ ঘণ্টা ধরে সাংবাদিক সম্মেলন! অনন্য রেকর্ড গড়লেন ভারতের এই পড়শি দেশের রাষ্ট্রপতি

প্রবীণ নাগরিকদের জন্য সর্বশেষ সুদের হার: জানিয়ে রাখি যে, ৬০ বছরের বেশি এবং ৮০ বছরের কম বয়সী প্রবীণ নাগরিকরা ৫ বছর পর্যন্ত মেয়াদের জন্য ৩ কোটি টাকার কম আমানতের জন্য স্বাভাবিক হারের চেয়ে ০.৫০ শতাংশ বেশি এবং ৫ বছরের বেশি মেয়াদের জন্য ০.৮০ শতাংশ বেশি সুদ পাবেন।এইভাবে, সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৪.০০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ পর্যন্ত হবে।

আরও পড়ুন: ৪০৬ দিন পর KKR-এ ঝড় তুললেন রাসেল, তবুও মাত্র ১ রানে জিতল কলকাতা, টিকে থাকল প্লে-অফের আশা

সুপার সিনিয়র সিটিজেনদের জন্য সর্বশেষ সুদের হার: উল্লেখ্য যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) ৮০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের প্রতিটি FD-তে স্বাভাবিক হারের চেয়ে ০.৮০ শতাংশ বেশি সুদ প্রদান করে। এইভাবে সুপার সিনিয়র সিটিজেনরা ৪.৩০ শতাংশ থেকে ৭.৯০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X