দিতে হবে না কোন পরীক্ষা, মাধ্যমিক পাশ করলেই চাকরি মিলবে ভারতীয় রেলে! আবেদন করুন আজই

বাংলাহান্ট ডেস্ক : বড় সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। বেশ কিছু শূন্য পদ নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল (Indian Railways)। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কিছু শিক্ষানবিশ নিয়োগ করা হবে উত্তর পূর্ব রেলে। মোট ১১০৪ টি শিক্ষানবিশ পদে এই নিয়োগ হবে। RRC গোরক্ষপুরের অফিসিয়াল সাইট rrcgorkhpur.net-এ আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন।

গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে এই পদে নিয়োগের প্রক্রিয়া। আগামী ২ আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনও বোর্ড থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে আইআইটি সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর। সর্বোচ্চ ২৪ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে।

কোন পদে কত নিয়োগ হবে :
মেকানিক্যাল ওয়ার্কশপ/গোরক্ষপুর: ৪১১ টি
সিগন্যাল ওয়ার্কশপ/গোরক্ষপুর ক্যান্ট: ৬৩টি ব্রিজ ওয়ার্কশপ/গোরক্ষপুর ক্যান্ট: ৩৫টি মেকানিক্যাল ওয়ার্কশপ/ইজ্জতনগর: ১৫১টি
ডিজেল শেড/ইজ্জতনগর: ৬০টি
ক্যারেজ ও ওয়াগন/লজ্জতনগর: ৬৪টি ক্যারেজ ও ওয়াগন/লখনউ জংশন: ১৫৫টি
ডিজেল শেড/গোন্ডা: ৯০টি
গাড়ি ও ওয়াগন/বারাণসী: ৭৫টি

কীভাবে প্রার্থী নির্বাচন হবে : মেধা তালিকা অনুযায়ী প্রার্থী বাছাই হবে পদগুলিতে। মাধ্যমিক পরীক্ষার নম্বর ও আইআইটি পরীক্ষার নম্বর যোগ করে গড় প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থী বাছাই হবে।

JOB 4

আবেদন মূল্য : সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। কোনও রকম অর্থ লাগবে না SC/ST/EWS/প্রতিবন্ধী (PWBD)/মহিলা প্রার্থীদের।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর