বাংলা হান্ট ডেস্ক: মার্চের শুরুতেই দফায়-দফায় চলবে বৃষ্টির খেলা। রবিবারের পর সোমবারও রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Department)। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, আজ বিকেলের পর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আজ সোমবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টি চলবে। আগামীকাল বিকেল বা সন্ধ্যাবেলা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ফুঁসছে ঘূর্ণাবর্ত। ওদিকে মঙ্গলবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এর জেরেই বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও।
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। যার জেরে হলুদ সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ! CBI তদন্তের আর্জি নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ ED
চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। শিলাবৃষ্টির হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই।