বাংলা হান্ট ডেস্ক: হুড়মুড়িয়ে বাড়ছে গরম। ক্রমশ উর্দ্ধমুখী তাপমাত্রা। ফের একবার গরমের জ্বালায় নাজেহাল বঙ্গবাসী। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এখনও বর্ষা ঢোকেনি। অন্যদিকে আগামী ২-৩ দিনে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Update)। তবে এত সব খারাপ খবরের মধ্যেও আজ বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দু’- তিন ঘণ্টার মধ্যে ঝড় ও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দুই জেলায়। আপডেট অনুযায়ী, বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলায় বৃষ্টি হবে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
বর্ষা বঙ্গে প্রবেশ করলেও উত্তরেই আটকে আছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, অবস্থা অনুকূল থাকলে ১২ কিংবা ১৩ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বিকেলের পর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে কমবে বৃষ্টি। তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও বাড়বে গরম।
আরও পড়ুন: পার্থ চুনোপুটি! চাকরি ‘বিক্রির’ ৭২ কোটি ঢুকেছে এই ব্যক্তির অ্যাকাউন্টে, বড় নাম সামনে আনল ED
রাতের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া।