এবার এই ২ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! আজ থেকেই বন্ধ লেনদেন, আপনার অ্যাকাউন্ট নেই তো?

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) সঠিকভাবে নিয়ম না মেনে চলার জন্য একাধিক ব্যাঙ্কের ক্ষেত্রে ক্রমাগত কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। এমনকি, ইতিমধ্যেই আমরা দেখেছি এই কারণে, বিভিন্ন ব্যাঙ্কের লাইসেন্স পর্যন্ত বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এবার সেই তালিকাই আরও দীর্ঘ হল।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, RBI এবার মহারাষ্ট্র এবং কর্ণাটকের দু’টি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে। এছাড়াও, উভয় ব্যাঙ্ককেই গত ৫ জুলাই, ২০২৩ তারিখে লাইসেন্স বাতিলের পর কোনো ধরণের ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করতে নিষেধ করা হয়েছে।

কোনো প্রকার আমানত গ্রহণ করা যাবে না: ইতিমধ্যেই RBI-এর তরফে জানানো হয়েছে যে, মহারাষ্ট্রের বুলধানায় স্থিত মালকাপুর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (Malkapur Urban Co-Operative Bank) এবং বেঙ্গালুরুতে স্থিত সুশ্রুতি সৌহার্দ সহকার ব্যাঙ্ক নিয়মিত (Shushruti Souharda Sahakara Bank Niyamita) এই দুই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি, বিবৃতিতে জানানো হয়েছে ব্যবসা বন্ধের পর উভয় ব্যাঙ্কই কোনো ধরণের আমানত গ্রহণ করতে পারবে না এবং গ্রাহকদের আমানত দিতেও পারবে না।

যাঁরা অর্থ জমা রেখেছেন তাঁদের কি হবে: মূলত, ওই দুই কো-অপারেটিভ ব্যাঙ্কের পর্যাপ্ত মূলধন ও আয়ের সম্ভাবনা না থাকায় কেন্দ্রীয় ব্যাঙ্ক এই পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক মহারাষ্ট্রের কো-অপারেটিভ কমিশনার এবং সমবায় সমিতির রেজিস্টারকে ব্যাঙ্ক বন্ধ করার জন্য একটি আদেশ জারি করতে এবং ব্যাঙ্কের জন্য একজন লিকুইডেটর নিয়োগ করতে বলেছে।

পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে যে, প্রত্যেক আমানতকারী Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) থেকে পাঁচ লক্ষ টাকার সীমা পর্যন্ত ডিপোজিট ইন্স্যুরেন্স ক্লেমের পরিমাণ পাওয়ার অধিকারী হবেন।

রিজার্ভ ব্যাঙ্কের উপস্থাপিত তথ্য অনুসারে, আমানতকারীদের ৯৭.৬০ শতাংশ DICGC থেকে তাঁদের আমানতের সম্পূর্ণ পরিমাণ পাওয়ার অধিকারী। পাশাপাশি, RBI আরও জানিয়েছে যে মালকাপুর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ককে ব্যাঙ্কিং ব্যবসা চালানোর অনুমতি দেওয়া হলে তা জনস্বার্থকে প্রভাবিত করবে। এছাড়াও, আগামী সময়ে, ব্যাঙ্ক বর্তমান আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার আমানতকারীদের সম্পূর্ণ অর্থ প্রদান করতে অক্ষম হবে। তাই, এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 RBI has cancelled the license of these 2 banks

এদিকে, সুশ্রুতি সৌহার্দ সহকার ব্যাঙ্ক নিয়মিতর প্রসঙ্গে RBI জানিয়েছে, তথ্য অনুযায়ী, ৯১.৯২ শতাংশ আমানতকারী DICGC থেকে তাঁদের আমানতের পুরো পরিমাণ পাওয়ার অধিকারী। উল্লেখ্য যে, ৩১ মে, ২০২৩ পর্যন্ত DICGC মোট বীমাকৃত আমানতের ৫৪.১৬ কোটি টাকা পরিশোধ করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর