নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! CID-র হাতে গ্রেফতার ২, তোলপাড় রাজ্য!

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে রাজ্যের অন্যতম ‘জ্বলন্ত ইস্যু’ হল নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। দীর্ঘদিন ধরে এই ইস্যু নিয়ে টানাপোড়েন চলছে। কয়েক মাস আগেই SSC নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ২৬,০০০ প্রার্থীর চাকরি। এর মাঝেই শিরোনামে উঠে এল আর একটি দুর্নীতি মামলা।

এবার বাংলায় পিএসসি পরীক্ষায় দুর্নীতি মামলায় (West Bengal PSC Scam) নয়া মোড়। বৃহস্পতিবার CID-র হাতে ২ জন গ্রেফতার হয়েছেন। ফুড সাব ইনস্পেক্টর পদে নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি মামলায় (PSC Scam Case) ২ জনকে গ্রেফতার করেছে CID। নদিয়া থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে খবর।

   

এদিন কল্যাণীতে অভিযান চালায় CID। সেখান থেকে শঙ্কর বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরপর ধুবুলিয়া হানা দিয়ে পাপাই দাস নামের আরও একজনকে গ্রেফতার করেন CID আধিকারিকরা। শুক্রবার আলিপুর আদালতে ২ জনকে পেশ করা হবে।

আরও পড়ুনঃ পুলিশি বাধায় ফুঁসছেন শুভেন্দু! এবার সোজা হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা

জানা যাচ্ছে, ফুড সাব ইনস্পেক্টর পদের ক্ষেত্রে নিয়োগের দুর্নীতিতে প্রথমে কলকাতা পুলিশের হাতে একজন গ্রেফতার হন। এরপর জল গড়ায় কলকাতা হাই কোর্ট অবধি। উচ্চ আদালত এই মামলার তদন্তভার তুলে দেয় CID-র হাতে। এবার এই মামলাতেই গ্রেফতার হলেন দু’জন। জানা যাচ্ছে, কল্যাণী এবং নদিয়ায় গতকাল হানা দেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপর সেখান থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

West Bengal PSC recruitment scam

CID সূত্রে খবর, এর পিছনে আরও কোনও বড় চক্র রয়েছে। একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন। জানা যাচ্ছে, প্রশ্নপত্র বাইরে আসার পর ধৃতরা উত্তর তৈরি করে তা পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিতেন। তাই তদন্তকারীরা মনে করছেন, এর নেপথ্যে আরও বড় কোনও চক্র রয়েছে। আজ ধৃতদের আদালতে তোলা হবে এবং হেফাজতে চেয়ে আবেদন করা হবে বলে CID সূত্রে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর